সুরা আ'রাফ এ আল্লাহ ঘোষনা করছেন-আর নিশ্চয় আমি তোমাদিগকে ভূপৃষ্ঠে থাকিবার জায়গা দিয়াছি এবং আমি তোমাদের জন্য উহাতে জীবিকা নির্বাহের উপকরন গুলি সৃষ্টি করিয়াচি, ; তোমরা খুবই কম শোকর কর। আর আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি অতঃপর তোমাদের আকৃতি গঠন করিয়াছি অতপরঃ আমি ফেরেশতাদিগকে বলিলাম যে , আদমকে সজদা কর , সুতরাং সকলেই সজদা করিল--ইবলিশ ব্যতীত; সে সজদাকারীদের অর্ন্তভূক্ত হইলনা। আল্লা তায়ালা বলিলেন , তুমি যে সজদা করিলে না , কিসে তোমাকে উহা হইতে বিরত রাখিল,- যখন আমি তোমাকে আদেশ করিয়াছি; সে বলিতে লাগিল, আমি তাহার চেয়ে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করিয়াছেন আর তাহাকে কাদা মাটি দ্বারা সৃষ্টি করিয়াছেন। আল্লাহ বলিলেন তুমি আসমান হইতে নামিয়া যাও, তোমার অহংকার করার কোন অধিকার নাই আসমানে থাকিয়া, অতএব বাহির হইয়া যাও, নিশ্চয় তুমি হীনতমদিগের মধ্যে গন্য হইতেছ। সে বলিতে লাগিল আমাকে অবকাশ প্রদান করুন কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ বলিলেন , তোমাকে অবকাশ দেওয়া হইল। সে বলিল যেহেতু আপনি আমাকে গোমরাহ করিলেন , আমি শপথ করিতেছি যে , আমি তাহাদের ক্ষতির জন্য আপনার সরল পথে বসিব, অতঃপর তাহাদের উপর আক্রমন চালাইব , তাহাদের সন্মুখদিক হইতেও এবং তাহাদের পশ্চাৎ দিক হইতেও এবং তাহাদের ডানদিক হইতেও ,তাহাদের বামদিক হইতেও; আর ্পনি তাহাদের অধিকাংশকে শোকর গুজার পাইবেননা। আল্লাহ বলিলেন এখান হইতে বাহির হইয়া যাও লাঞ্চিত ও ধিক্কৃত হইয়া; ইহাদের মধ্যে যে ব্যক্তি তোমার অনুসরন করিবে , আমি অবশ্যই তোমাদের দ্বারা জাহান্নাম পূর্ন করিব । আর আমি আদেশ করিলাম , হে আদম ! তুমি ও তোমার স্ত্রী বেহেশতে বাস কর, অনন্তর যে স্থান হইতে ইচ্ছা উভয়ে ভক্ষণ কর, আর এই বৃক্ষটির নিকটে যাইও না--এরুপ না হয় যে , তোমরা ঐ লোকদের অর্ন্তভূক্ত হইয়া পর, যাহারা অসংগত কাজ করে । ইতঃপর শয়তান তাহাদের উভয়ের অন্তরে প্ররোচনা সঞ্চার করল যেন তাহাদের দেহের আবৃতাঙ্গগুলি যাহা পরস্পর হইতে গেগাপন ছিল , উভয়ের সন্মুখে প্রকাশ করিয়া দেয়, আর বলিতে লাগিল, তোমাদের প্রতিপালক তোমাদের ।উভয়কে এই বৃক্ষ হইতে অন্য কোন কারনে নিষেধ করেন নাই , কিন্তু শুধু এই জন্য যে , তোমরা ফেরেশতাহইয়া যাইবে অথবা অনন্ত জীবনধারনকারীদের অর্ন্তভূক্ত হইয়া যাইবে। আর সে তাহাদের উভয়ের সন্মুখে শপথ করিয়া বলিল যে , বিশ্বাস করুন ,আমি আপনাদের উভয়ের হিত কামী,অনন্তর তাহাদের উভয়কে ধোকাদিয়া নীচে লইয়া আসিল , তৎপর যেমনি উভয়ে বৃক্ষটির আস্বাদ গ্রহণ করিল , তৎক্ষণাৎ উভযের আবৃতাংগ পরষ্পরের সন্মুখে প্রকাশ হইয়া পড়িল এবং উভয়েই বেহেশতের পত্রগুলি নিজেদের উপর সংযুক্ত করিতে লাগিলেন; এবং তাহাদের রব তাহাদিগকে আহবান করিয়া বলিলেন, আমি কি তোমাদের উভয়কে এই বৃক্ষ ভক্ষণ করা হইতে নিষেধ করিয়াছিলাম না এবং ইহা কি বলিয়াছিলাম না যে শয়তান তোমাদের প্রকাশ্য দুষমন? উভয়ে বলিল হে আমাদের রব ! আমরা নিজেদের বরই ক্ষতি করিয়াছি , আর যদি আমাদিগকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন , তবে অবশ্যই নেহায়ত ক্ষতি হবে । আল্লাহ বলিলেন , তোমরা নিচে যাও এমন অবস্থায় যে , পরষ্পর কতিপয় অপর কতিপয়ের দুশমন থকিবে এবং তোমাদের জন্য ভূপৃষ্ঠে থাকিবার স্থান ও লাভবান হওয়া (ব্যবস্থিত রহিয়াছে ) এক (নির্দিষ্ট) সময পর্যন্ত। আরও বলিলেন সেখানেই তোমরা জীবন যাপন করিবে এবং সেখানেই মরিবে এবং তথা হইতে বাহির করা হইবে
আয়াত ৯-২৫
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১১ সকাল ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



