মাইক্রোওয়ার্কারস একটি সব চাইতে জনপ্রীয় একটি মাইক্রো ফ্রিল্যান্সিং সাইট।এই প্ল্যাটফর্মে আপনাকে কোন বিড ছাড়াই কাজ দেয়া হয়।আর কাজ গুলো সঠিক ভাবে শেষ করে আপনি পাবেন ০.০৮ থেকে ৪.00 ডলার পর্যন্ত।আর সাইন আপে পাবেন ১.00 ডলার।একই অ্যাকাউন্ট ব্যাভার করে আপনি worker বা employer হিসেবে কাজ করতে পারবেন। সাইটটির ইন্টারফেস বেশ সাদামাটা। আপনি এর সবকিছু সহজেই বুঝতে পারবেন।না বুঝলে আমি তো আছিই।
কর্মীর এর কাজ সমূহঃ
1. ব্লগে কমেন্ট
2. সাইন আপ
3. ফেসবুক লাইক
4. টুইটার ফলো,রিটুইট
5. ডাউনলোড এবং ইন্সটল
6. বুকমার্কিং Digg etc
7. ইয়াহু অ্যান্সার
8. ইউটিউব অ্যাকাউন্ট খোলা
9. ফোরাম পোস্ট
10. ক্লিক সার্চ
11. আর্টিকেল লেখা ইত্যাদি
Employer এর সুবিধা সমূহঃ
ব্লগ-এ লেখা
নিজের সাইটে কমেন্ট করানো
ফেসবুক লাইক পাওয়া এবং ভোটিং
টুইটার অনুসারী (Twitter Follower)
নিজ সাইট ডিগ করানো (Digg)
এবং আরো অনেক কিছু...
কর্মীর সুবিধাঃ
রেজিস্ট্রেশনে ফ্রী ১($) ডলার বোনাস;।
বোনাস সর্বনিম্ন ১ ডলার হতে ৫ ডলার পর্যন্ত আয়ের সুবিধা।
প্রতি রেফারেল (verified)প্রতি ১ ডলার
বিড( Bid) ছাড়াই কাজ পাওয়া
টাকা পাওয়ার নিশ্চয়তা।
অল্প সময়স্বাপেক্ষ
বিড( Bid) ছাড়াই কাজ পাওয়া
সর্বনিম্ন ৯ ডলার হলেই উইথড্র করতে পারবেন Paypal,Alertpay,Moneybookers. অ্যাকাউন্টে।
টাকা পাওয়ার নিশ্চয়তা।
৯ ডলার হলে ডলার উইথড্র এর সুবিধা।
কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়ঃ
অ্যাকাউন্ট খুলতে নিচের সংক্ষিপ্ত লেখা অনুসরন করুন।
এখানে ক্লিক করে যে পেইজে আসলেন সেই ফর্মটি পূরণ করুন।দিন। তারপরের ঘরে সাইটটির জন্য একটি পাসওয়ার্ড দিন (অবশ্যই আপনার ইমেইল পাসওয়ার্ডের চেয়ে ভিন্ন পাসওয়ার্ড দিবেন)। তারপর কান্ট্রি অব রেসিডেন্স ঘরে বাংলাদেশ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।
এখন আপনি যে মেইল ব্যাবহার করে রেজিস্ট্রেশন করেছেন আপনার সেই মেইল চেক করুন।ইনবক্সে microworkers.com এরকোন মেইল না এসে থাকলে spam মেইল চেক করুন।
প্রাপ্ত মেইলে যে অ্যাক্টিভেশন লিঙ্ক (activation link) আছে সেটি ক্লিক করুন।
এইতো হয়ে গেলো আপনার অ্যাকাউন্ট.
এখন থেকে আপনি শুরু করতে পারেন আয়।প্রথমে ৩০ টির মত কাজ থাকে।ঠিক মত কাজ করে সাক্সেস রেট ৭৫% এর উপর থাকা জরুরী।এভাবে কাজ করলে আপনার দৈনিক কাজ বেড়ে ৯০ টা হয়ে যাবে।
AlertPay
বা মানিবুকাররস এ অ্যাকাউন্ট থাকতে হবে।
চেকের দ্বারাও পেমেন্ট নিতে পারেন।
পরবর্তিতে (আল্লাহ চায় তো আগামীকাল) লেখা হবে কিভাবে আপনি সহজে কাজগুলো করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এখানে রেফারেল ব্যাবহার করা হয়েছে।লেখাটি আমার ব্লগ এবং অন্য ব্লগ বা ফোরামে প্রকাশিত হলে অবাক হবেন না!
ধন্যবাদ কষ্ট করে পোস্ট টা পড়ার জন্য ধন্যবাদ।কোন ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।আরও সাহায্যের জন্য মন্ত্বব্য করতে পারেন।ধন্যবাদ ও দিতে পারেন।
আমার ব্লগঃ মাহমুদুল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


