নিকোটিনে পোড়া ভালোলাগা গুলি
উপভোগ করি বামপাশের চিনচিনে ব্যথায়।
শুভ্র ধোঁয়ায় জমাট বাঁধানো কিছু কষ্ট
মাথার একগজ উপরে মিলিয়ে যায়।
কি এক মহাশূন্যতায়।
স্বপ্ন গুলো যেন শুভ্র কাগজে মোড়ানো তামাক পাতা
অসহায়ের মতো পুড়ে যায়।
চিন্তাগুলো শুধু ধবধবে সাদা ধোঁয়ার মতো কয়েকবার পাঁক খায়।
আবার হারিয়ে যায়।
জীবনের কাছে যেন সবকিছু অসহায়
সবকিছু হেরে যায়।
নিকোটিন যেন রক্তে না মিশে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



