আজকে পত্রিকা পড়ে জানতে পারলাম, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনার হার বাড়েনি, বরং কমেছে। ২০০০ সালে সড়ক দুর্ঘটনায় তিন হাজার ৩০০ জন নিহত হলেও ২০১০ সালে মারা গেছে মাত্র দুই হাজার ৬২৪ জন। তিনি গতকাল মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
আবার সম্প্রতি দৈনিক পত্রিকার মাধ্যমে আমরা সবাই জানতে পেরেছি কোনো পরীক্ষা ছাড়া অদক্ষ চালকদের ১০ হাজার লাইসেন্স দেওয়া হয়েছে। আরও ২০ হাজারেরও বেশি অদক্ষ চালককে লাইসেন্স দেওয়ার জন্য নৌপরিবহনমন্ত্রী সুপারিশ করেছেন।
দুইটা সংবাদের স্রষ্টা একই ব্যাক্তি হওয়ায় আমার কেন জানি মনে হলো শিক্ষার হার বাড়ানোর মতো 'দেশে সড়ক দুর্ঘটনার হার' বাড়ানোও জরুরী। আপনারা কি বলেন?
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




