না না..শিরোনাম দেখে আমাকে কেউ চরমপন্থী ভাববেন না। আজকে টিভিতে নাটক দেখার ফাকে খবর দেখতে যেয়ে একজনের মন্তব্য শুনে আমার এমনটা মনে হলো, তাই বললাম। চ্যানেল আইয়ে নয়টার সংবাদে একটা রিপোর্ট দেখালো। অনেকেই সেটা দেখে থাকবেন। শুক্রবার ফরিদপুরে বেসরকারি একটি টেলিভিশনের গাড়িচালক ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে তিনি মারা যান। এরপর রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলার কারণে ইসমাইল মারা গেছেন। বিকেলের দিকে স্বাস্থ্যমন্ত্রী ঈদ-পরবর্তী হাসপাতাল পরিদর্শনে গেলে ইসমাইলের পরিবার ও অন্য রোগীর স্বজনেরা এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ইসমাইলের স্ত্রী ঝরনা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, ইসমাইলকে হাসপাতালে আনার পর ওয়ার্ডের বারান্দায় ট্রলিতে ফেলে রাখা হয়। সেই ট্রলিতেই আজ বিকেলে তিনি মারা যান। মারা যাওয়ার আগ পর্যন্ত তাঁকে স্যালাইন দেওয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা দেননি চিকিৎসকেরা।......
তো এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আদেশের পাশাপাশি হঠাৎ রোগীদের উপর ক্ষোভ ঝারেন এ ভাবে...'রোগীরা কেন ঢাকা মেডিকেলে আসে? ঢাকা শহরে কি আর কোন হাসপাতাল নাই...ইত্যাদি'
বর্তমানে আমাদের দেশের মন্ত্রীরা যে হারে বেফাঁস মন্তব্য করা শুরু করেছেন তাতে মনে হয় আরেকজন নতুন মাত্রা যোগ করলেন। তিনি যে কথা বললেন তাতে মনে হয় ঢাকা মেডিকেলে ভালো চিকিৎসা হয় না এই কারনে গরীব, অসহায় রোগীদেরও আ্যপোলো, ল্যাব এইড, স্কয়ার হাসপাতালের মতো ভালো হাসপাতালে যাওয়া উচিত। তাহলে সরকার এত টাকা খরচ করে শুধু শুধু কেন ঢাকা মেডিকেলের মতো একটা অলাভজনক প্রতিষ্ঠান চালাচ্ছে? ব্যপারটা অনেকটা একতরফা হয়ে গেল না??? যাই ঘটুক না কেন, সব দোষ জনগণের, জনগণই সকল নষ্টের মূল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




