সকাল ১০:০০
সক্কাল সক্কাল আম্মার চিক্কুর শুইনা ঘুম ভাঙল । আম্মা এমুন ভাবে চিল্লা ফাল্লা করতাসে যেন আমি কারো খুন কইরা ফালাইসি আর পুলিশ আইসে আমারে ধরতে । বহুত কষ্টে আধ খান চোখ খুলে ঘড়ির দিক তাকাইলাম । দেহি ভুর ১০ টা বাজে । আফনেরাই কন ১০ টার সময় কি মানুষ ঘুম থেকে উডে ? আকাম । আম্মা আবার বিদঘুইট্টা মার্কা চিক্কুর দিয়া কইলো , ' অই কাল তর পরীক্ষা না ? পড়াশনা ত ছিকায় তুলছো ? তোকে দিয়া কিছু হবে না ... ( আরও কি কি জানি হিব্রু ভাষাত কইলো ভুইলা গেছি , মেমুরি ত আমার ১ মেগা । কিছু মনে থাহে না ) ।
এরপর ঘুম্ থেইকা উইঠা আদা ঘন্টা ধইরা আতি পাতি খুইজা পরীক্ষার রুটিন পাইনা । আরও কিছুক্ষণ খুঁজার পর মনে হল যে কাউকে ফোন করে জিজ্ঞাস করলেয় হয় । ( উফ কি বুদ্দি আমার মাথাত । নিজেরেই নিজের নোবেল দিতে মুঞ্চায় ) ফুন দিতে যামু , দেহি টাকা নাইক্কা । ফেলেকছি দিতে যায়া আবার ১ ঘন্টা গ্যাজায় আইলাম । ( পরীক্ষার সময় মাতা ফ্রেশ থাকলে পড়াশোনা ভালা হয় । এর লাইগা পরীক্ষার সময় আড্ডা দেয়া ফরজ )
ত বাড়িত আইসা দিলাম দুস্তোরে ফুন । কথপকথন নিম্নরুপ
- হ্যালো দুস্তো ।
- হ্যালো । কি কাম তাড়াতাড়ি ক । গেম খেলাতাছি । কি গ্রাফিক্স মামা দেখলে পুরা পাগলা হয়ে যাবা ... সাউন্ড ইফেক্ট শুইনা মাথাই লশটো ...
----------১৫ মিনিট পর-------
- অ । হ্যা যেটা কইতেসিলাম । অই কাইল কি পরীক্ষা রে ?
- পরীক্ষা ? কিয়ের পরীক্ষা ?
- অইযে ইয়ার ফাইনাল না কি জানি নাম । ভুইলা গেলাম
- ওহ হ্যা । ভুইলা গেসিলাম । ছরি মিচঠেক হয়া গ্যাসেগা । থামেক মনে করি ।
- হ তাড়াতাড়ি কর ।
- মামা । আমাগো সাব্জেক্ট কইডা ?
- বুঝছি । তুমি মামা আমার চাইতেও আকাইম্মা ।
- এত দিনে বুঝলি ...
( এমুন সময় দেখলাম টেবিলের উপর রুটিন টাইপের কি জানি একটা চকচক করতাছে । নিজেরে মনে মনে গাইল দিলাম শ্লা আদা ঘন্টা ধইরা কি খুজলি )
দেহি কাইল ফিজিক্স পরীক্ষা । ধুর ফিজিক্স !!! এইডা কুন পরীক্ষা হইল । নিউটনের মাথাত ডাব পরলো আর অই বেডা অভিকর্ষ আবিষ্কার কইরা ফালাইলো । এইডা কিছু হইলো ? আমাগো দ্যাশের আবাল পুলাপাইনও এই জিনিশ আবিষ্কার করতে পারে । এর চাইতে ফেসবুক এ এট্টু চ্যাটায় আহি । দেহি ফারিয়া অনলাইন । আমারে আর পায় কেডা । নিজের সকল পটানোর বিদ্যা কামে লাগানো শুরু করলাম ।
দুপুর ১.00
ভাবলাম ইট্টু গোসল কইরা আসি । কয় দিন যে গোসল করিনা ভুইলা গেছি । রাস্তা দিয়া হাটতে বাইর হইলে গোন্দের ঠ্যালায় ২-৪ ডা কাক উশটা খায়া পইরা যায়গা ।
এর পর খাওন দাওন । খাওন হইলো স্বর্গীয় জিনিস । খাওয়া দাওয়া যেহানে আমি সেহানে ।
খাওয়া শেষ করলাম
এইবার ঘুমান দরকার । ভালা পরীক্ষা দেওনের পূর্বশর্ত হইল ভালা ঘুম ।।
zzz...ZZZZZ...zzzzz...ZZZZZ...zzzzz...ZZZZZ....
বিকাল ৪:০০
ফুন এর চিল্লানিতে ঘুম ভাঙল ।
- অই খেলা আছে । আইবি না ?
- খেলা !!! ??? অই খাড়া ... ... ( খেলাইতে পারি আর না পারি পার্ট মারা ফরজ । তাছাড়া , মাঠের পাশে স্নেহাদের বাড়ি । সুতরাং ... )
এরপর আমি দৌড় ফেলায় মাঠে গেলাম এবং ব্যাফক নৈপুন্যার সাথে এক ম্যাচে ০ , আরেক ম্যাচে ৪* এবং এক অভার বল করে ৩৪ রান দিলাম । এর পরও পুলাপাইন আমার ক্রীড়া প্রতিভা টা চিনতে পারল না । আফসুস !!!
সন্ধ্যা ৭:০০
হুম এহন ইট্টু পড়ি । এইবার শ্লা দের দেহায় দিমু আমি কি চিজ । a+ ত শিউর । খালি বইডা খুলি । পড়ার টেবিল এর সামনে গেলাম । দেহি এক গাদা নানা রঙ এর বই । মাথাই লশট । আমার এত্ত বই আছে ? ঝান্তাম না । কিন্তু পেরেশানির ব্যাপার হইলো ফিজিক্স বই এর চেহারা ক্যামন হেইডাই ভুইলা গেসি । এইবার আকাইম্মাদের ফুন না কইরা আমাগো কলেজের আলা ভোলা এক খান পুলারে ফুন দিলাম
- হ্যালো ( অইপার থেইকা এক মহিলা ধরলো । মুনে কয় অর মা )
- স্লামালেকুম আন্টি । ফয়সাল আছে ?
- বাবা ও ত দরজা লাগিয়ে দিয়ে পড়ছে ( নাউজুবিল্লাহ ! কয় কি ? আমার মাথাত ঠাডা পরলো । ইরি আল্লাহ এইডা কি মানুষ ! আমি সুইসাইড খামু )
- ওহ আচ্ছা আন্টি । আমি ওর সাথে একটু নিউটনের ৫ নম্বর গতিসুত্রের ৩ নম্বর লাইনে যে কমা টা আছে অইটা হবে কিনা সেটা জিজ্ঞাস করতাম
- ও । দাড়াও বাবা । ( কাজ করছে জিনিসডা । আমি পুরাই জিনিয়াচ )
-( ফয়সাল ধরছে) হ্যালো
- দুস্ত । আমাগো ফিজিক্স বইয়ের চিয়ারা ক্যামুন ?
- মানে ????
- মানে ঐডা দেখতে ক্যাম্বা ?? বাংলা বুঝস না আতেল শালা ?? ( বাঙালি গাইল ছাড়া কিছু বুজে না । আফসুস )
- নীল রঙ এর । নাম লেখা আসে । শাহজাহান তপন কিম্বা আমির ইসহাক
- ওই আমি বইএর চেহারা জিগাইছি । কবিতার বইএর নাম না । শাহজাহান আমির এইগুলা কিতা ??
- এইগুলা লেখকের নাম
-অহ ছরি ... মিসঠেক ।।
কিছুক্ষণ খুজার পর বই পাইলাম । শালার বইতো না যেন ১০ মণ এর ইট । বই খুইলা দেহি , কি কি জানি আজিব আজিব সব ভাষাতে কি সব লেখা আছে । বুইঝে গেলাম কপালে দুক্কু আছে । পাশ করতে গেলে দুক্কু আছে । ইশটারট করলাম মাইনশেরে ফুন দেওয়া । এক্টাই কথা " কিছু পরলি ?? আমি পড়ি নাই " ... " কতদুর হইলো পড়া ? উরে মামা তুমি ত অনেক পড়ছ । আমি ত ফেইল খামু " ... এরপর রাইত হইসে । ঘুম দেওন ঝরুরি । যদিও ১১ ডা বাজে । কিন্তু এই কেসে এইডাই মেলা রাইত । সুতরাং ঘুম
ZZZZ....zzzzzzzzzz .........ZZZZZZZZZz ......zzzzzzzz
মাথাত আর কিছু আহে না । ছেলেরন প্রচেচর এর মাতা । আইজ আর লিহুম না
হ্যাপি ব্লগিং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



