" তোমাদের মত বেয়াদব স্টুডেন্ট আমি আমার ২৮ বছরের শিক্ষকতা জীবনে দেখিনি । " ক্ষেপা ষাঁড়ের মত করে ফোঁস ফোঁস করতে লাগ্লেন মোঃ জাকারিয়া । তার মনে হচ্ছে তার সামনে শিক্ষার্থী না সাক্ষাত ইবলিশ বসে আছে ১৫০ জন । তিনি তাদের যতই শাসন করছেন যতই অপমান করছেন তাদের মুখের হাসি ততটাই চওড়া হচ্ছে । তিনি দাত-মুখ খিচিয়ে আবারও চেচিয়ে উঠলেন , ' ননসেন্সের দল '
" জি স্যার । " ছাত্ররা বিপুল উৎসাহ নিয়ে উত্তর দিল । পেছনের সারি থেকে কিছু অশ্লীল গালিও ভেসে এল । এইচ এস সি ২০১২ ব্যাচের এই ছাত্রগুলো তাদের শ্রদ্ধেয় (!!!) শিক্ষকদের জান জ্বালিয়ে অপার শান্তি পায় ।
এবার আর শান্ত থাকতে পারলেন না মোঃ জাকারিয়া । রাগের চোটে গটগট করে রুম থেকে বের হয়ে গেলেন তিনি । এত বড় একটা সাফল্যে আর শান্ত থাকতে পারল না ইবলিশের দল । তারস্বরে চিৎকার জুড়ে দিল সবাই ।
'মাম্মা চ্রম হইল । জ্যাকুরিয়ার প্যান্ট খুইল্লা গেল ! হেহেহে । ' রাহাত হাই ফাইভের জন্য হাত বাড়িয়ে দিল আফিফের দিকে । " অই শালা ঘুমাইস ক্যা ? কি জিনিস মিস করলি তুই জানিস ? '
' অ ... অ হ্যা । জ্যাকুরিয়া বাঁশ খাইল । দেখসি তো । চিল্লাইস ক্যা ? '
' হুর পুলা সারাদিন ঘুমায় । আর কত ঘুমাবি ? '
' মামা কাইল সারারাত মুবি দেখছি । ৫ ডার দিক ঘুমাইছি । ৬ ডার দিকে আব্বায় আইসা ডাক দিছে । কয় চল হাটতে যাই । মিজাজ কেমন বিলা হয় তুই চিন্তা কর । '
' যাই হোক , এই সিন আর দেখতে পারবি ? '
' অই হইল , চ বাইরে চ । ভাল্লাগতেছেনা বাল । জ্যাকুরিয়াও ভাগছে । '
তিন তলা বিল্ডিংটার বারান্দায় এসে দাঁড়াল দুজন । আকাশ ঘন অন্ধকার । বেশ জোরেসরেই বাতাস হচ্ছে । কলেজ ক্যাম্পাসের মাঠে তাকাল দুজনেই । বেশ বড় বড় কয়েকটা গাছ । বাতাসের তোড়ে হেলে পরছে । ঝিরিঝিরি বৃষ্টি , এম্নিতে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ কিছুখন বাইরে দাঁড়ালে পুরো শরীর ভিজে যাবে । দুজনের কেউ কোনো কথা বলছেনা । নীরব দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে দুজনেই । হঠাত করে আফিফের চোখ গেল মাঠের শেষ প্রান্তে । বড় একটা আম গাছের নিচে কলেজ ড্রেস পরে ৩টা মেয়ে হাসাহাসি করছে । মাঝের মেয়েটার দিকে বেশ কিছুখন ধরে তাকিয়ে আছে আফিফ । অজান্তেই হেসে ফেলল সে ।
হঠাত দেখল রাহাত ওর দিকে হা করে তাকিয়ে আছে । ' তু-তুই মাইয়ার দিকে তাকায় আছিস ? তুই ? '
' উম্মা আমি কি এলিয়েন নাকি যে মাইয়ায়দের দিকে তাকাইতে পারুম না ? নাকি ভাইস-প্রিন্সিপাল নতুন নোটিশ দিছে যে আমি মাইয়াগো দিকে তাইকালে পরীক্ষা দিতে দিবে না ? '
' না তার পরও তুই তাকাইছিস মাইয়ার দিকে । অই মাইয়ার তো লাক মাশাল্লাহ । '
' হুম লাচেক অহন । ইয়ে কি মজা মজা আফিফ মাইয়ার দিকে তাকাইছে । '
' যাই কইস , মাইয়াডা কিন্তু সেইরাম । তুই না নিলে কইস আমি আমার ক্রাশ লিস্ট এ এরে ঢুকায় দিমু । '
' হ নে , তুই নে বাপ । ক্ষেমা দে আমারে । অই বেডা ক্লাস চল তো । এইহানে থাকলে আরো প্যকাইবি । '
' দিনের প্রথম ক্রাশ । আইজ কমপক্ষে ১০টা ক্রাশ খাওয়া লাগবে । '
' হু হু , চ ক্লাসে চ ...
দুইজন স্বাভাবিক ভাবেই ক্লাস এ ঢুকল । কিন্তু আফিফের কেমন জানি লাগছে । কেন যেন মনে হচ্ছে মেয়েটা অন্যরকম । ঝড়ো বাতাসে মেয়েটার চুলগুলো মুখের অপর পরছিল আর আলত হাতে সে চুলগুলো সরিয়ে দিচ্ছিল । ধুর সব গতকাল রাতের মুভিটা দেখার ফল । ইদানিং বেশি রোমান্টিক মুভি দেখা হচ্ছে । নিজেকে ধমক দিতে দিতে ক্লাসরুমে ঢুকছিল আফিফ । তারপরও কেন জানি মেয়েটাকে আরেকবার দেখতে বড্ড ইচ্ছা করছিল ওর ...
চলবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



