বগা লেকে পৌছতেই, আর্মির ইসারায় আমাদের গাইড লাফিয়ে নেমে আরমি ক্যাম্পে চলে গেল, কিছুক্ষন পরে ফিরে আসল, আমাদের তাড়া করল তারাতারি করার জন্য।আমদের গাইড অনেক চালু ,সে ক্ষুব অল্প সময়ে আমাদের থাকার ঘড় ঠিক করল।এরকম গহিন জন্গলে টুরিস্টদের থাকার এমন সু ব্যবস্থা কল্পনাও করিনি।তবে আমার সাথের আরো বন্ধুরা কিছুটা মন কখারাপ করল, কারন জন্গলে থাকার এডভেন্চার মিছ করল।
পাহাড়ে সূর্যাস্ত অদ্ভুদ সুন্দর, সব ক্লান্তি দুর হয়ে গেল নিমিষেই,এখন গোছলের পালা, সবচাইতে অবাক হলাম, গাইড কোত্থেকে সেম্পু জোগার করল!বালুতে চুল সব জট,সেম্পর দরকার সবচাইতে বেশি। বন্ধুরা লাফাতে লাফাতে সব বগা লেকের পানিতে।আহা ! অনেক অনেক অনেক বছর পর পানিতে ,ঠান্ডা পানি , পানি আমার বন্ধু ,সাতার কাটতে কাটতে বগা লেকের মাঝখানে ,অন্ধকার হয়ে গেল,বন্ধুরা চিৎকার করে বলল তারা চলে যাচ্ছে ,আমি আরো কিছুক্ষন থাকব যদিও ক্লান্ত লাগছে,হঠাৎ করেই মাথায় প্রশ্ন এল,পানির নিচে কি ? বালি ,পথর নাকি কাদা ! নিশ্চই পাথর আর পাথর যদি হয় তাহলে অবশ্যই শেওলা জমে আছে।ছু্য়ে দেখতে ইচ্ছা করল।যা ভাবা তাই কাজ , বড় এক দম নিয়ে ডুব দেই, অদ্ভুদ ঠান্ডা পানি ! পানি যেন টানছে , মনে হচ্ছে অতলে হারিয়ে যাচ্ছি ,থাক পাথর ছু্য়ে কাজ নেই উপরে উঠি , দম বেশি নাই, উপরে উঠতেই বিপদ ঘটল,ডান পায়ে মাসল পুল খেলাম ! নতুন কিছুনা কিন্তু বড় অসময়ে,ওয়ার্ম আপ ছাড়া পানিতে নামাটা বোকামি হল।আল্লাহ কে স্মরন করলাম,কিছুটা রিলেক্স হতেই দ্রুত উপরে উঠে দম নেই।হূ ......।
সব বন্ধুরা আরমি ক্যাম্পে যাই , এন্ট্রি দেবার জন্য,আর্মিদের দেখলাম চা খাচ্ছে , নিরলজ্যের মত তাকিয়ে আছি
সকালে উঠে অল্প কিছু নাস্তা করে কেউকারাডং এর প্রস্তুতি।পানি প্রত্যেকে,স্যালাইন,পানি পিউরিফিকেসন ট্যবলেট,কিছু শুকনা খাবার আর পাহারি কালা সাথে নিই।শুরু হল যাত্রা ।উচু নিচু পাহড়ী রাস্তা , অসংখ্য পাথর ছড়ানো, নিঃস্হব্ধ ,মাঝে মাঝে পাহাড়ী বুন পিখিদের কিচির মিচির,পাহাড়ে অসংখ্য নাম না জানা গাছ ।এতক্ষন ছিল প্রায় সমতল এখন সুরু হল খাড়া ঢাল,উপলব্ধি করতে পারছি পাহাড়ী জিবন কতটা কষ্টের।গাইড কে জিগ্গেস করলাম আর কতটা পথ বাকি আছে?গাইড কোন উত্তর দিল না।বুঝলাম অনেক পথ বাকি, কিন্তু ভালোই কাহিল লাগছে।অসংখ্য মৃত ঝর্না চোখে পরল, বর্ষায় নাকি জিবন ফিরে পায়-গাইড জানাল।হটার মাঝে অনেক বার বিশ্রাম নিতে হল,একটি পাহাড়ী ঝর্নায় বিশ্রাম নিলাম।ঝর্নার সাথে পাথরের আত্মিক সম্পর্ক আছে।এবার একটি খারা ঢাল বাইতে লাগলাম, যান বের হয়ে যাবার দশা ,কিছুক্ষন পর গাইড ঘোষনা দিল আমরা প্রার ১-তৃতিয়াংশ পথ পারি দিলাম।আমাদের এক বন্ধু বসে পরল "সরি দোস্তরা আমি আর যেতে পারব না"।কারো কিছু বলার নেই ,সবাই চিণ্তা করতে লাগলাম কি করা যায়?
কত কত কঠিন খেলা ,দোস্ত আমরা হার্ড ওয়ার্ক করে জিতেছি ,এখন এই নির্বাক পাহাড়ের কাছে পরাজয় ? " আম গনা **** ইচ এন এভ্রি স্লপ অব দিস ড্যাম ট্র্যাক" -- একথা বলেই লাফিয়ে উঠল , "চল যাত্রা শুরু করি"।আমরা পানিতে স্যালাইন মিশালাম , সাথের ব্যাগ পাতলা করে যাত্রা শুরু করলাম। অদ্ভুদ আনন্দ পাহাড় ভ্রমনে।আমাদের পথে কোন কিছুই বাধা হয়ে দড়ায়নি।
দুদিকে শুধু পাহাড়ের চুড়া,পাহাড়ের গায়ে বাষের ঝাড়, কাশফুল ,কলা বাগান,অসংখ্য অচেনা গাছ, আর পাখিদের কিচির মিচির।পাহাড়ী ফুল
আহা , আবশেষে কেউকারাডং পৌছলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




