ইউপিডিএফ-এর সন্ত্রাসীরা কল্পনা বেগম (২৪) নামে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার দুর্গম কেয়াংঘাট এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু কল্পনা বেগমকে আজ শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কল্পনার স্বামী সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ৮/৯ জন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী বাড়িতে এসে ১ লাখ
৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা স্বামী-স্ত্রী দুজনকেই চোখ বেঁধে গভীর জঙ্গলে নিয়ে যায়। এক পর্যায়ে তাদের ২ জনকে দুই দিকে নিয়ে যায় এবং কল্পনাকে পালাক্রমে ধর্ষণ করে সন্ত্রাসীরা। সাইফুল ইসলাম এ ঘটনার জন্য শান্তি চুক্তি বিরোধী ইউপিডিএফ-এর সান্ত্রাসীদের দায়ী করে বলেছে, সন্ত্রাসীরা তাকেও বেদম মারধর করেছে। তিনি এর বিচার দাবি করেন।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার আমীর জাফর জানান, কল্পনা বেগমের বক্তব্য অনুযায়ী আগামীকাল মেডিকেল বোর্ড গঠন করে ডাক্তারি পরীক্ষা করা হবে। তারপর বিষয়টি পরিষ্কার হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



