এসি কামরা না পেয়ে স্টেশন মাস্টারকে পেটালেন সংসদ সদস্য ডিলু
ঈশ্বরদী থেকে ঢাকা যেতে ট্রেনের এসি বাথ সিঙ্গেল কামরা না পেয়ে মধ্যরাতে একজন জাতীয় সংসদ সদস্য নিজ হাতে পিটিয়েছেন ঈশ্বরদী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার কামাল উদ্দিনকে। গত মঙ্গলবার রাত ১টায় ঈশ্বরদী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার জন্য লোক মারফত একটি জেনারেল এসি টিকিট ক্রয় করেন। রাতে তিনি স্টেশনে গিয়ে তার জন্য
একটি সিঙ্গেল এসি বাথ কামরা ম্যানেজ করে দিতে স্টেশন মাস্টার কামাল উদ্দিনকে নির্দেশ দেন। স্টেশন মাস্টার অনেক চেষ্টা করে ট্রিপল বাথ কামরা চুয়াডাঙ্গা স্টেশন থেকে ম্যানেজ করে দিলেও 'কেন তাকে সিঙ্গেল রুম দেওয়া হলো না' এই প্রশ্ন করেই স্টেশন
মাস্টারের ওপর চড়াও হন। স্টেশন মাস্টার কামাল উদ্দিন জানান, হঠাৎ এমপি সাহেব তাকে চড়-থাপ্পড় মেরে জনসমক্ষে এবং তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সামনে চরমভাবে লাঞ্ছিত করেন। এ বিষয়ে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তো এমপি সাহেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখি না, তবে দাফতরিকভাবে রেলওয়ের উচ্চ পর্যায়ে লিখিতভাবে এ বিষয়ে নিয়মমাফিক অবগত করে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মোবাইলে অনেকবার চেষ্টা করেও তার মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঈশ্বরদীর আওয়ামী লীগের একাধিক সূত্র তাদের নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



