এলেক্স ম্যাকলিশ (বার্মিংহ্যাম সিটি)
আলেক্সান্ডার ম্যাকলিশ ,জন্ম ১৯৫৯,স্কটল্যান্ড ।।ইনি “বিগ এক” নামে পরিচিতো।।তিনি স্কটিস দল আবেরডেনের রক্ষনভাগের খেলোয়াড় ছিলেন।।এলেক্স ম্যাক্লিশ স্কটল্যান্ডের হয়ে ৭৭ টি আন্তঃর্জাতীক ম্যাচ খেলেন এবং ১৯৮২,৮৬ ও ৯০ এর বিশ্বকাপে স্কটল্যান্ড কে প্রতিনিধিত্ব করেন।।তিনি স্কটল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ আন্তঃর্জাতীক ম্যাচ খেলা খেলোয়াড়।। ১৯৭৬ সালে তিনি আবেরডিনে যোগ দেন।।তখন আবেরডিন ছিলো ইউরোপের অন্যতম সেরা দল।।তাদের হয়ে তিনি প্রায় ৫০০টি লীগ ম্যাচ খেলেন।।১৯৯৪ সালে আবেরডিন ছাড়ার আগ পর্জন্ত তিনি তাদের হয়ে ইউরোপিয়ান কাপ উইনারস কাপ ১ বার,ইউরোপিয়ান সুপার কাপ ১ বার, স্কটিস প্রিমিয়ার লীগ ৩ বার,স্কটিস কাপ ৫ বার ও স্কটিস লীগ কাপ ২ বার জয় করেন।।
স্কটল্যান্ডের হয়ে ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্জন্ত মোট ৭৭ ম্যাচ খেলেন।। ১৯৯৫ এ ফুটবল থেকে অবসর নেবার আগে একবছর তিনি স্কটিস ফুটবলের দ্বিতীয় বিভাগের দল মাদারওয়ালের খেলোয়াড়-ম্যানেজার পদে অভিষিক্ত হন।।সেখানে ৯৮ সাল পর্জন্ত থেকে তিনি হিবার্নিয়ানে যোগ দেন।।দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া দল টিকে তিনি এসে এসেই প্রথম বিভাগে উত্তীর্ন করেন।।পরের বছর হিবার্নিয়ান লিগ টেবিলের মাঝা মাঝিতে অবস্থান করে ও স্কটিস কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা পায়।।তার পরের বছর তারা আরো ভালো খেলে এবং লীগে তৃতীয় স্থান ও স্কটিস কাপে ফাইনালে ওঠে।।
এ সময় তিনি বড় দল গুলোর নজর কাড়েন ও শেষ পর্জন্ত স্কটিস জায়ান্ট রেঞ্জার্স এ যোগ দেন ২০০১ এর ডিসেম্বরে।। রেঞ্জার্সের দায়িত্বে তিনি ২০০৬ সাল পর্জন্ত থাকেন এবং তাদের হয়ে স্কটিস প্রিমিয়ার লিগ ২ বার (২ বার রানার্সাপ),স্কটিস কাপ ২ বার ও স্কটিস লীগ কাপ ৩ বার জেতেন।। এরপর তিনি স্কটল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নেন।।অল্পেরজন্য ২০০৮ এর ইউরো তে কোয়ালিফাই করতে পারেনা স্কটল্যান্ড এবং তিনি পদত্যাগ করেন।।
২০০৭ এ যোগ দেন তার বর্তমান দল বার্মিঙ্গহ্যামে।।সে বছরই বার্মিঙ্গহ্যাম রেলিগেটেড হয়।।পরের বছরই তিনি আবার তাদের প্রিমিয়ারলীগে উত্তীর্ন করেন।। ২০০৯ এর শেষের দিক থেকে ২০১০ এর শুরুর দিকে তার দল ১২ ম্যাচ অপরাজীতো ছিলো,যার জন্য তিনি ২০০৯ এর ডিসেম্বরের “প্রিমিয়ারলীগ ম্যানেজার অফ দ্যা মান্থ” সম্মাননা পান।।মওসুম শেষে বার্মিঙ্গহ্যাম লীগে নবম স্থান অর্জন করে যা ৫০ বছরের মধ্যে তাদের সেরা ফলাফল।। ২০১০ এর সেপ্টেম্বরে তিনি বার্মিঙ্গহ্যামের সাথে নতুন তিন বছরের চুক্তি স্বাক্ষর করেন।।
স্কটিস ফুটবলে অবদান রাখার জন্য ২০০৮ সালে ইউনিভার্সিটি অফ আবেরডিন তাকে সম্মান জনক ডক্টরেট ডিগ্রী প্রদান করে।।তিনি “স্কটিস ফুটবল হাল অফ ফেইম” ও “স্কটিস ন্যাশনাল ফুটবল টিম রোল অফ অনার” এর সদস্য।। ঘরোয়া খেলোয়াড় হিসাবে তিনি ৪৯৬ ম্যাচ খেলে গোল করেন ২৫ টি।।আন্তঃর্জাতীকে তার কোনো গোল নাই।।ম্যানেজার হিসাবে তিনি ৭০৫ ম্যাচ ম্যানেজ করে জয় পান ৩৩৯,ড্র ১৭৬ ও পরাজয় ১৯০ টি।।
প্রথম কিস্তি আভ্রাহাম গ্রান্ট,টনি পুলিস
দ্বিতীয় কিস্তি স্যাম আলাডাইস,স্টিভ ব্রুস
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




