
জানুয়ারীর দুই তারিখ থেকে টিকেট বিক্রি হবে বিশ্বকাপ ক্রিকেটের।। ভাবলাম ২ তারিখ সকাল ৮ টায় গিয়ে টিকেট কাটবো।। কিন্তু বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ তা হতে দিলোনা,আগের দিন রাতেই লম্বা লাইন দিয়ে বসে থাকলো



।। যাই হোক,ফোনে জানতে পারলাম যে টিকেটের জন্য লাইনে ২৫০++ জন সকাল ৮ টার আগেই হয়ে গেছে,তাই আর বৃথা চেষ্টা করলামনা।। আরাম করে সারাদিন ঘুমালাম,আর রাতের বেলা টিভিতে টিকেট কাটতে গিয়ে অন্যদের হয়রানির ঘটনা জানলাম


।। আমার এক বন্ধু সকাল থেকে সন্ধ্যা অপেক্ষার পর খালি হাতে ফেরত গেলো।। তার পর গতকাল রাত ৮ টায় আমার তিন বন্ধু লাইনে নতুন করে দাড়ালো,রাত ৮ টাতেই তাদের অবস্থান ৫২-৬৪-৬৫ তে


।। সারারাত নির্ঘুম কাটানোর পর সকালে ওরা আমাকে ডাক দিলো।। ওদের এক জনের কাছে আবার জাতীয় পরিচয় পত্র নেই


।। সকালে তাকে বিশ্রাম নিতে পাঠিয়ে আমি দাড়ালাম।। সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে বিকাল ৪.২১ মিনিটে আমার হাতে আমাদের ২টি টিকেট পেলাম


।। আমরা মোট ৬ জন বন্ধু,৩ জন টিকেট কাটতে গিয়ে প্রত্যেকে ২ টি করে মোট ৬ টা টিকেট পেলাম।। বাংলাদেশের সাথে ওয়েস্টিন্ডিজ,ভারত ও দক্ষিন আফ্রিকার খেলার টিকেট শেষ হওয়ায় আয়ারল্যান্ডের সাথের খেলার টিকেট কাটতে বাদ্ধ হলাম।। এই মুহুর্তে খুব ভালো লাগছে।। ভাবছি বিশ্বকাপে বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে ২ বারই পরাজীতো হয়েছে,এই বার আমরা উপস্থিত থেকে তাদের হারাবো


।। এখন শুধুই অপেক্ষা।। কবে আসবে ২৫শে ফেব্রুয়ারী,দিবারাত্রির ঐ খেলাতে শেরেবাংলার সবুজ মাঠে একটি মন মাতানো লড়াই দেখবো টাইগারদের


।। এই প্রথম স্টেডিয়ামে গিয়ে লাইভ উপোভোগ করবো বাংলাদেশের খেলা।। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভকামনা।। যারা লম্বা লাইনে দাড়িয়ে থেকেও টিকেট পেলেননা,তাদের প্রতি সমবেদনা রইলো।।



সোনার হরিণ দেখতে কেমুন আসুন দেইক্ষ্যা লই ...
প্রথম পাতা

শেষের পাতা