বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সৈয়দপুর গ্রামে তাহরিক উল উলামা নামের একটি ইসলামিক সংগঠনের তৎপরতার কারণে সেখানে সবধরণের সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা সম্ভব হয় না বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন। এমন প্রেক্ষাপটে জেলা প্রশাসন বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। খবর: বিবিসি বাংলা ।
সৈয়দপুর গ্রামের বাসিন্দারা অভিযোগ করে জানায়, সংগঠনটির কারণে তারা বিয়ের অনুষ্ঠান, যেকোনো জাতীয় দিবস বা অন্য কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেন না। ওই গ্রামের একজন অধিবাসী জানান, সংগঠনটির নেতা-কর্মীরা যেকোনো লোককে, যেকোনো ঘরের ছেলেকে তাদের চাহিদামত, তাদের ইচ্ছামত তাদের নিজস্ব যে আদালত আছে সেখানে নিয়ে গিয়ে বিচার করে, তাকে সব গ্রামবাসীর সামনে তওবা করায়। তবে সংগঠনের সঙ্গে জড়িতরা বলেছেন, তারা কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেন না। বরং তাদের ভাষায় তারা শুধু ইসলামী মূল্যবোধ টিকিয়ে রাখার চেষ্টা করছেন মাত্র।
এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসন বলেছে, সৈয়দপুর গ্রামে তাহরিক উল উলামা নামে সংগঠনটি ওই এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে বন্ধ রাখতে বাধ্য করেছে বলে যে অভিযোগ উঠেছে তা তারা খতিয়ে দেখছেন। জেলা প্রশাসক মোঃ সাবের হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনটির তৎপরতা চললেও মাত্র কয়েকদিন আগে সেটি আমাদের নজরে আসে।
আমাদের সময় ডেস্ক রিপোর্ট ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৮ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



