আপনি বড় ধরনের কোন অন্যায় করে ফেলেছেন? বা এমন কোন কাজ করে বসেছেন যে তার জন্য সমাজে আপনার মুখ দেখাতে সমস্যা হয়। অথবা রাষ্ট্রের কোন এক দায়িত্বে থেকে বড় ধরনের অর্থ কেলেঙ্কারীতে ধরা পড়ে গেছেন। তাহলে আর চিন্তা কি! নিজেকে নির্দোষ প্রমাণের জন্য এখন আপনি যে কাজটি করবেন তা হল-
অতি দ্রুত একটি ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করবেন। তদন্ত কমিটির সদস্য হিসাবে যাদের সদস্য করবেন-
১. নিজের অফিসের পিয়ন- চেয়ারম্যান।
২। বাসায় স্থায়ী কাজের বুয়া- সদস্য
৩। ছেলের অপছন্দনীয় পুত্রবধু-সদস্য।
৪। শ্বশুড় মশাই-সদস্য
৫। শালিকা-সদস্য
৬। স্ত্রী -সদস্য
৭। বড় ছেলে- সদস্য
এই ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে সন্ধ্যা ৭ থেকে সকাল ৬ টা পর্যন্ত সময় দিয়ে। তদন্ত কমিটির রিপোর্ট ঐদিনই সকাল ৯টায় দুদুকে জমা দিয়ে বেলা ১২টার মধ্যে দুদুক থেকে সার্টি ফিকেট সংগ্রহ করে নিজের বাসায় একটি সাংবাদিক সম্মেলন ডেকে উক্ত তদন্ত রিপোর্ট পেশ করে দেশের গণ মাধ্যমে প্রকাশের মধ্য দিয়ে আপনি নিজেকে একজন খাটি, নির্দোষ, মাসুম বাচ্চার মত নিষ্পাপ বলে প্রমাণ করতে পারেন।
এতে আপনার রাজনীতি করতে আর কোন বাধা থাকবে না।
আশা করি এই পরামর্শ আপনাদের কাজে লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




