মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন। এই ওয়াদা আপনি নির্বাচনী মেনুফ্যান্টুনীতে দিয়েছিলেন। তার মানে বাংলাদেশে সকল দলে সকল জায়গায় অবস্থান করছে এমন সব যুদ্ধাপরাধীদের বিচারের কথাই আপনি বলেছেন।
যদি সেই ওয়াদা অনুযায়ী বিচার করার ইচ্ছা থাকত তাহলে আপনার দলে যারা অবস্থান করছে তাদেরকে আগে গ্রেফতার করলে এই বিচার নিয়ে এতো বিতর্ক হতো না।
এই প্রেক্ষিতে আমি যে অনুরোধটি মাননীয় প্রধানমন্ত্রীকে করতে চাই তা হল-
আজকে হয়তো আপনি ক্ষমতায় তাই বিরোধী দলে অবস্থান করা যুদ্ধাপরাধীদের বিচার করছেন। কিন্তু যখন আবার সরকার পরিবর্তন হবে তখন আবার আপনার দলে অবস্থান করা যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। এটি চলবে কিন্তু যেহেতু এটা শুধু হয়েছে।
আর আপনার দলের কাউকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করে গ্রেফতার করলে আপনর দল সেটা মেনে নিবে বলে মনে হয় না। আজ জামায়াত-বিএনপি যেভাবে মেনে নেয়নি।
কারণ এক সাঈদী সাহেবের রায় নিয়ে দেশের অবস্থা নাজুক। যদি রায় কার্যকর হয় তখন দেশের অবস্থা কি হবে সেটা এখন বলা যাবে না। হয়তো ভবিষ্যতের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে।
তাহলে দেখা যাবে- এটা নিয়ে ভবিষ্যতে দেশে আরো বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে। যা দেশের সুনাম স্থিতিশীলতা, ক্রমউন্নতি বাধাগ্রস্ত হবে।
তাই আপনার কাছে সবিনয় অনুরোধ- আপনার সরকারের উদ্যোগে শুধুমাত্র দেশের স্বার্থে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে একটি জাতীয় সংলাপের আয়োজন করুন।
এই সংলাগে যদি সকল দল সম্মতি দেয় যে হে সকল দলে অবস্থান করা যুদ্ধাপরাধীদের বিচার চলবে। তাহলে সেটা জাতীয় ঐক্যের ভিত্তিতে চলতে পারে। আর যদি সকল দল বলে যে ৪২ বছর আগে যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে সামনের দিকে আর বাড়াবাড়ি করে লাভ নেই। তাহলে এই ইসু্টি মনে হয় বন্ধ করা যেতে পারে। আর এক্ষেত্রে আপনার সরকারের সুনাম বাড়বে কিন্তু কমবে না। কারণ আমাদের জাতির জন্য একটা বড় সমস্যা। তাই আপনার হাত ধরে যদি এই সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান হয়ে যায় তাহলে আমার মনে হয় আগামী নির্বাচনে শুধুমাত্র এই কারণেই জনগণ আপনাকে বিপুল ভোট প্রদানের মাধ্যমে পুনরায় নির্বাচিত করবে।
আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমার মত ক্ষুদ্র একজন প্রজার পরামর্শটা গ্রহণ করবেন।
হয়তো আমাকে অনেকে অন্যকিছু বলবেন। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এদেশের একজন নাগরিক হিসেবে দেশের শান্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত পরামর্শ দিলাম।
যারা কষ্ট করে পড়েছেন সকলকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




