যখন হতাশার গ্লানিবোধ
বিবেকের স্বস্তা বানীকে করে ব্যঙ্গ,আর
পৃথিবীর সমস্ত ক্যামেরা আমাকে
ফোকাস করে খোঁজে আর্কিমিডিসের ইউরেকা!!!
তখন কার কাছে যাব ভেবে শুন্যে
কাটি সাতার, সমাজের দেয়া ব্যাটা-ছেলে তকমা
আমার মায়ের কোলের আদরকে
করে হাসির খোরাক।
তাই স্কুলগামী মেয়েদের চোখে খুজিঁ
পর্নো-ছবির নোংরামি...আকাংখিত ইশারা
না পেয়ে রক্তে জাগে আদিম-পশু।
জানি,যদি কখনও আমার "তেরে-নাম' মার্কা
চুলের কাট ব্যর্থ হয় ওদের মনযোগ পেতে,
তাহলে না হয় ঘরের সিলিং-ফ্যানের
হৃদয় বিদারক ব্যাবহার করাব মেয়েটিকে দিয়ে।
তার জন্য মাইক্রোবাস নিয়ে তৈরি আছে
আমার মত আরো কিছু নির্বোধ অন্ধকার।
মরবে সিনথিয়া,নীপা, সুমী....
জানি বাবার কাল টাকার আলো
আমাকে মনূষ্যত্বের সংগা বুঝাতে
না পারলেও ঠিকই পারবে, ওর দরিদ্র বাবার
হাড্ডিসার মামলা ঠেকাতে।
তারপর হব পত্রিকার চিরায়ত সংবাদ,
বড় বড় সাইকিআটরিস্টরা কর্পোরেট
নোংরামিকে পাশ কাটিয়ে খুজবেন এর
হাস্যকর কারন ও তার বিস্ময়কর সমাধান।
তবু কেউ বুঝবে না, অন্ধকার সংস্কৃতির
ভিকটিম শুধ মেয়েরাই নয়,...কোন এক
সময় মায়ের কোল ছাড়া না ঘুমান
এখনকার নিশাচর বখাটেরাও।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



