এভাবে নয়, অন্যকোন ভাবে...
তোমাকে চাই গভীর ভালবাসায়,
মনের শত নিখাঁদ আশায়,
বোবা হৃদয়ের সাঁদা ভাষায়
তুমি বন্ধু,পাশে কি মোর রবে?
এভাবে নয়, অন্যকোন ভাবে...
যখন আলোর প্রহর শেষে,
রাতের কালো নামবে দেশে,
তখন পাছে না থাক মোর পাশে
বন্ধু, বল কেমন কোরে হবে?
এভাবে নয়, অন্যকোন ভাবে...
প্রেম কামনায় কাঁদছি আমি,
হৃদয় তোমারও ভাঁসবে জানি,
তবুও কেন ভাঙ্গনের হাতছানি?
হে প্রিয়,তুমি কি দূরে কভু যাবে?
এভাবে নয়, অন্যকোন ভাবে...
মনের যত আঁধার মাড়িয়ে,
দু'হাত তোমার দিকে বাড়িয়ে,
আছি আমি চল যাই হারিয়ে,
নাকি মৌন হয়েই রবে?
এভাবে নয়, অন্যকোন ভাবে...
এভাবে নয়, স্বার্থপরের মত,
ভিড়বো দু'জনে দু'জনার তরে
নতুন কান্না-হাসায় অবিরত।
এভাবে নয়,জীবনের তরে ভালবাসি
গোল্লায় যাক যারা তোমায়
করছে ঈর্ষা,বলছে সর্বনাশী।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



