অন্ধকারের আছে দারুন একটা
সার্বজনীন ব্যাপার, জানো কি?
অন্ধকার আমায় মনে করিয়ে দেয়
তোমার কথা, বলে...
তোমায় আকড়ে ধরে যতসব
অসভ্যতা করতে, অবাক হলে?
এটা সার্বজনীন হল কৈ?
হা হা হা...গোল্লায় যাক সর্বজন,
তুমিইতো আমার সব
আমার জোৎস্না
আমর রব, তুমি আমার
ভালবাসার ধন ।
আকাশের ঐ রুপালী প্লেট দেখে
কি মনে হয় জানো? ওটা তোমার
মাদকতা-ভরা অপস্বরীয় মুখের
মানবীয় প্রতিফলন, ঐতো তুমি
চেয়ে আছ দূরের কোন জানালা দিয়ে
একাকী...ভাবছ কি আমায়?
শত আদিম ইশারা বুকে চেঁপে,
কোমল চোখের সারল্যে,আজ রাতে
আমি যদি নিল আর্মস্ট্রং হয়ে
তোমার দেহের ঐ সিলভারের প্রলেপ
জড়িয়ে চঁুসে নেই সমস্ত আলো ,
আরোহন করি দোদূল্যমান পর্বতে ,
আগ্নেয় জ্বালামূখে ঝাঁপ দেই
যদি পোড়াই নিজেকে ভীষন হিংস্রতায়?
বিনিময়ে দেবে কি ?
একটু অক্সিজেন ?
অন্ধকারের আরো অনেক
সর্বজনীন ব্যাপার আছে ,
যতদুরেই থাক না কেন,
তুমি শুধুই আমার...
আমি স্বৈরাচারী আর
তুমি আমার নিশী-কাব্য,
তুমি আমায় বিলিয়ে দেয়া
যামিনী-লতা,কাঁচা ঘাসের বিছানা
কল্পিত জীবন্ত কোলবালিশ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



