আপনার পিসিটির ডিস্ক ড্রাইভ যদি NTFS করা থাকে তাহলে আপনি যতবার আপনার কোন ডাউরেক্টরিতে প্রবেশ করে থাকেন, ততবার আপনার অপারেটিং সিষ্টেমটি সেই ডাউরেকটরি (যাকে আমরা ফোলডার নামে চিনে থাকি) ও তার সাব-ডাইরেকটরিগুলো আপডেট করে date of access নির্ধারন করার জন্য। যদি আপনার কোন ডাইরেকটরিতে অনেকগুলো সাব-ডাইরেকটরি থেকে থাকে তাহলে সবগুলো সাব-ডাইরেকটরি আপডেট করতে গিয়ে কি অবস্থা হয় চিন্তা করুন।
সুতরাং চলুন এটি থেকে বাঁচার চেষ্টা করি।
এই প্রক্রিয়াটি ডিজেবল করে দিতে-
1. রেজি: এডিটর ওপেন করুন [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/যরুরনরুরযরুরনরুরনষড়ম/ঢ়ড়ংঃ/28512]এখানে রেজি: এডিটর ব্যাবহারের নিয়মকানুন দেয়া আছে[/লিংক]
2. ব্রাউজ করুন- HKEY_LOCAL_MACHINESSystemCurrentControlSet
ControlFileSystem
3. একটি নিউ DWORD value যুক্ত করুন যার নাম হবে NtfsDisableLastAccessUpdate
4. এতে ভ্যালু হিসেবে সেট করুন 1
5. রেজি: এডিটর বন্ধ করে পিসি রিষ্টার্ট করুন।
মাইকম্পিউটারে ঢুকে ব্রাউজ করুন আপনার ড্রাইভগুলো। দেখুন কোন পরিবর্তন ধরতে পারছেন কিনা।
সবাই ভাল থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


