অনেক উপর থেকে থেকে ধীরে ধীরে নেমে আসছি। কিসের ওপর বসে আছি না চড়ে আছি বুঝতে পারছি না, আসলে বুঝতেও চাই না। চমৎকার নীল পানি, চারপাশে পাহাড় মাঝখানে লেকের ভেতর। খুবই শান্ত পরিবেশ, কোন নৌকো নেই, জনমানুষ নেই। ধীরে ধীরে পাহাড়ের কিনারে আসলাম, খুবই উঁচুতে, পুরো লেক ওপর থেকে দেখা যায়, একেবারে কিনারায় গেলাম, গভীর খাদ অনেকটা নায়াগ্রার ধার অথবা গ্র্যান্ড ক্যানিয়ন কিনারা, গা শির শির করে উঠে, বেশিক্ষন তাকাতে ভয় লাগে তবু চোখ সরাতে পারছি না, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তাকিয়ে আছি তো আছি, হটাৎ কালো মেঘ চার পাশে জড়ো হতে শুরু করলো, ঠান্ডা বাতাসের হলকা গায়ে এসে লাগলো, ঝাঁপিয়ে বৃষ্টি আসলো, বাতাস আরো হীম মনে হলো, গায়ে কাঁটা বিধার মত। হটাৎ ঘুমটা ভেঙে গেল, দেখি কমফোর্টার গা থেকে সরে গেছ। প্রায় সকাল হয়ে এসেছে কিন্ত মনটা খারাপ থেকে গেলো। গভীর নীল লেকটাকেই বার বার মনে হতে লাগলো।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২০