রবার্ট ফ্রস্টের কবিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়
আমি যখন কলেজ জীবনে সুনীলের ‘কেউ কথা রাখেনি’ কবিতাখানি পড়তাম তখন হৃদয় হাহাকার করে উঠতো। বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র প্রেম যার কাছে সময়ের অপচয় তাঁকেও দেখেছি এ কবিতা পড়ে কিছুক্ষনের জন্য অন্যমনস্ক হতে। আমাদের যে শিক্ষক ম্যাগনেটিজম পড়াতেন তিনিও একদিন ক্লাসে সুনীলের ‘কেউ কথা রাখেনি’ আবৃত্তি করে শুনিয়ে দিলেন।
কবিতা মানে আমার... বাকিটুকু পড়ুন
