মাঝে মাঝে মনে হয় আমি খুব ছোট্ট কিছুর জন্য চলে যাবো
ব্যাকিয়ার্ডে ছোট্ট তুচ্ছ ড্যান্ডেলায়ন ফুল
যাকে আমি প্রতি সপ্তাহেই ছুঁয়ে ভালোবাসতে চাই
হয়তো একদিন তাঁর জন্য আমি চলে যাবো।
বাগানের কোনায় ছোট্ট ছোট্ট লাইলাক ফুল,
সুনীল লাইলাক পশ্চিমা বাতাসে আহা কি সৌরভ ছড়ায়
আমি প্রতিদিনই প্রার্থনায় তাঁর গন্ধ পেতে চাই
হয়তো একদিন তাঁর জন্য আমি চলে যাবো।
বর্ষায় হাকালুকি অথবা টাঙ্গুয়ার অবারিত হাওর
সেখানে হিজলের পাতা জল ছুঁয়ে খেলা করে
আমার খুব ইচ্ছা করে ঝুম ঝুম বৃষ্টির দিনে হিজলের পাতা ছুঁয়ে দেখতে
হয়তো একদিন তাঁর জন্য আমি চলে যাবো।
সমগ্র পৃথিবী ঘুরে স্বপ্নে দেখি আব্বার অফিসের রাস্তায়
দশ পয়সা পাঁচ পয়সা আঁট আনা কুড়োচ্ছি
কুড়োতে কুড়োতে সেই রাস্তা থেকে দূরে শিমুল বাগানে এসে থেমে যাই
মিষ্টি রোদ মাখানো সেই দুপুর সেই শিমুল বাগান
হয়তো একদিন তাঁর জন্য আমি চলে যাবো
অথবা এসব ছোট্ট কিছুর জন্য আমার চলে যাওয়াই উচিত।
উৎসর্গ: হুমায়ুন আজাদ
কৃতজ্ঞতা: স্বপ্নবাজ সৌরভ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


