স্মৃতি ময়ূরী, অবশেষে নিঃশেষে বাড়ালে হাত ভৈরবী রাতে।
ওপারে রেড ড্রাগন রেস্তোরাঁয় অস্তমিত মাস্তি
যুথবদ্ধ যুগলের দল চলে গেছে ফিরে
শান্তিপুরী লন্ড্রির ঝাঁপিও বন্ধ
সেই কখন হাফিজ স্যার নিয়ে গেছেন পাঞ্জাবি
ঠাকুরের দোকানে কাচের ভিতর লুচি মিষ্টি
রোজ রাতে যে পথশিশু চেয়ে দেখতো সে ও গেছে চলে
ওপর তলায় রাত দশটায় কেউ একজন নাচে নুপুর পায়ে
বলে এসেছি আজ আর কোন নাচ নয়
তবে শেষ রাতে তানপুরায় ভৈরবীতে আপত্তি নেই
সান বাঁধানো লনে শুধু বকুল গাছটাই দাঁড়িয়ে
পড়ে থাকা কিছু ফুল দুহাতে কুড়িয়ে রেখেছি টেবিলে
শেষ রাতে ভৈরবীর অপেক্ষা
প্রজ্বলিত শেষ মোমবাতি
কাল আমার শেষ পরীক্ষা, ফিজিওলজি
স্মৃতি ময়ূরী, তোমার শিখা নিভু নিভু
এখনো জানা হয়নি
আনন্দধারা বহিবে কে নিউরনে!

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




