অনেকেই অভিযোগ করেন যে মোবাইল দিয়ে সামুতে ঢোকা যায় না। আমি নিজেও এন্ড্রয়েড ফোনে Chrome ব্রাউজার দিয়ে কখনো ঢুকতে পারিনি। এটি সামুর একটি বড় টেকনিক্যাল সমস্যা, এছাড়াও লেখার ভিউ কম হওয়ার জন্য এটি একটি কারণ।
কিছুদিন আগে দেখলাম ব্লগার শাহ আজিজ সুস্থ হয়ে ফিরবার পর PC তে বসে সামুতে লিখবেন বা দেখবেন সেই শারীরিক শক্তি নেই। মন খারাপ হয়েছিল সেটা দেখার পর, আশা করি তিনি সেই সুস্থতা শীঘ্রই ফিরে পাবেন যাতে সবকিছু মনের মত করে উপভোগ করতে পারেন।
আমি নিজে ফোনে কখনোই Chrome ব্রাউজার ব্যাবহার করি না। মূলত এ্য।ড এড়িয়ে চলার জন্য এবং কিছুটা ব্রাউজার নিরাপত্তার জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে Chrome ব্যাবহার করি যেমন কোন দোকান সার্চ করবো তখন Chrome ব্যাবহার করি; দোকানের সময়সূচি, লোকেশন, ড্রাইভিং ডিরেকশন, রিভিউ ইত্যাদি সবিস্তারে পাই সেখানে।
আমি দীর্ঘদিন যাবত 'Brave' ব্যাবহার করছি এবং কখনো সমস্যা হয়নি। আপনারা চেস্টা করে দেখতে পারেন, হয়ত কেউ কেউ এরকম কোন একটা Chrome Plug-in ব্যাবহার করেন, আমি করিনি। মোবাইলে কোন কিছু ইন্সটল করার আগে তাঁর প্লেস্টোর রিভিউ, ইন্টারনেট রিভিউ, ডাউনলোডের সংখ্যা দেখে নিই, কারণ অনেক application এর উদ্দেশ্যে অসৎ থাকে।
১. 'Brave' ইনস্টল করার জন্য প্লেস্টোরে যান
২. Brave সার্চ করুন
৩. Install করুন, আমার ক্ষেত্রে 'Open' দেখাচ্ছে কারণ তা ইতিমধ্যে ইনস্টল করা আছে।
৪. মোবাইল ভার্সন সামু দেখতে এটি কপি করে Brave ব্রাউজারে পেস্ট করে এনটার করুন
https://www.somewhereinblog.net/mobile
৫. মোবাইল ভার্সনের একদম নীচে 'full Version' লিংক আছে, সেখান থেকে 'full version' যেতে পারেন। আমি কমেন্ট ও উত্তর দেবার জন্য 'full version' যাই, মোবাইল ভার্সনে রিপ্লাই ঠিকমতো হয় না।
https://www.somewhereinblog.net
এছাড়া আমি 'Google Indic' কিবোর্ড ব্যাবহার করি, বর্তমানে যা Gboard এর সাথে যুক্ত। আপনি অভ্র কীবোর্ড ব্যাবহার করতে পারেন। আমি আমার সমস্ত ফাইল গুগল ড্রাইভে রাখি এবং সবকিছু অনলাইনে রাখি।
এ লেখাটি পুরোটাই ফোনে সামুর full version দিয়ে করেছি। full version এ কাজ করার সময় জুম করে নিলে কিছুটা PC র মত কাজ করা যায়।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২৩ রাত ১১:০৪