মৃত্যু যখন দুয়ারে দাঁড়িয়ে
ফাঁসিতে ঝুলে চোখ বুঁজে দেখি
স্ত্রী কন্যা দোলনা ছেড়ে দৌড়ে আসছে
ভালোবাসার শেষ আলিঙ্গনের চাদরে ঢাকা পড়েছে এই মহাবিশ্ব
মৃত্যু যখন দুয়ারে দাঁড়িয়ে
দর্শনের গভীর তত্ত্বে খুঁজে দেখি
সৃষ্টিকর্তা সর্বব্যাপী ব্যাপ্তিমান
এ অহমেও ব্যাপ্তিমান
রক্তের প্রতিটি কণিকা জানান দিচ্ছে তুমি তোমারই সৃস্টি যুগান্তরে পরম্পরায়
মৃত্যু যখন দুয়ারে দাঁড়িয়ে
গভীর নীল নীহারিকার শেষ প্রান্তে দেখি
আসমানের আরশ
বিচিত্র সব ফুলে আঁকা
রক্তজবা অথবা রক্ত গোলাপে সিক্ত
আমারই সব চ্যুত বিচ্যুত কণা
মৃত্যু যখন দুয়ারে দাঁড়িয়ে
হিম শীতল পায়ে জড়িয়ে
কাঁচা মাটির গোরস্থান পেরিয়ে
একদা শিশির ভেজা সকালে দেখি
শিউলি গাছের নিচে শাদা ফুলের বিছানা!
ছবি:Copilot

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




