সমাধিটা পড়ে ছিল অবহেলিত, অপরিচ্ছন্ন
তার বুক চিড়ে একটি ফুলন্ত শিউলি গাছ
কিভাবে জন্মেছিল গাছটা, কে জানে!
ফুলগুলো নুয়ে পড়েছে সমাধিটার কাছে
ওখানে কে ঘুমিয়ে আছে, কে জানে!
চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন, ফকফকে আকাশ
বাতাসে শিষ দিচ্ছে ভোরের জোড় শালিকেরা
ফুলের গন্ধে ভরে গেছে বাতাস,
শিশিরের আদরে শিহরিত চারপাশ-
আমি হাঁটছি এমন সুন্দরের সন্ধানে
যেখানে শান্তিতে ঘুমানো যায়
যেখানে ফুল ঝরে পড়ে প্রতি রাত্রে
যেখানে কেউ খবর নিতে আসে না
কেউ মনে রাখে না আমায়!
ওখানে এমন ক্লান্তিকর একঘেয়েমী!
আমি শ্বাস নিতে পারি না।
আমি কারণে অকারণে হাসতে পারি না,
ইচ্ছেমতো ইচ্ছেঘুড়ি উড়িয়ে গাইতে পারি না,
আমি চিরন্তন অস্তিত্বের খবর পাই না!
আমি কি একটু ঘুমুতে পারবো না?
আমি কি একটু শ্বাস নিতে পারব না?
কোথায় সেই শেষ চুম্বনের স্থান প্রিয়?
কোথায় আমার স্বপ্নের সমাধি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


