
তুমি কিছু না বললেও আমি শুনেছি..
ভালোবাসার সঙ্গী হিসেবে,
তুমি আমাকে বেছে নিয়েছ..বেছে নিয়েছ..
আমি শুনেছি..আমি শুনেছি..
**
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণাম..
এটা নতুন ভালোবাসা..
নতুন কিছুর জন্য অপেক্ষা..
নিজের কি অবস্থা আমি করব?
এই হৃদয়টা উদাস..
আমার হৃদয়টা উদাস..
কেন? তুমিই বলো হে প্রিয়..
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণাম..
**
আমি কি এই বাতাসে কোথাও উড়ে যাবো?
নাকি এই মেঘের মধ্যে কোথাও দোল খাবো?
আমি কি এই বাতাসে কোথাও উড়ে যাবো?
নাকি মেঘের মধ্যে কোথাও দোল খাবো?
আমি কি আকাশ আর পৃথিবীকে এক করব?
বলো বন্ধু, কি করব, কি করব না?
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণতি..
এটা নতুন ভালোবাসা..
নতুন কিছুর জন্য অপেক্ষা..
নিজের কি অবস্থা আমি করব?
এই হৃদয়টা উদাস..
আমার হৃদয়টা উদাস..
কেন? তুমিই বলো হে প্রিয়..
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণতি..
**
সে এমনভাবে কথা বলল..
যেন সে আমাকে হাজার রঙের স্বপ্ন দিল..
সে এমনভাবে কথা বলল..
যেন সে আমাকে হাজার রঙের স্বপ্ন দিল..
যেন আমি পরাজিত হয়ে রই..
আর সে আমাকে ভালবেসে চুমু খায়..
প্রথম নেশা.. প্রথম খারাপ পরিণাম..
এটা নতুন ভালোবাসা..
নতুন কিছুর জন্য অপেক্ষা..
নিজের কি অবস্থা আমি করব..
এই হৃদয়টা উদাস..
আমার হৃদয় উদাস..
কেন? তুমিই বলো হে প্রিয়..
https://youtu.be/SBfPs-PMGTA?si=zLzJVkbL16J2K0Vp
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৪ ভোর ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



