এই মুদ্রাগুলিকে নেপালের প্রথম মুদ্রা হিসাবে অনেকে গণ্য করে। নেপালের কিংবদন্তি রাজা Manadeva1 কর্তৃক ৪৬৪-৫০৫AD এর মধ্যে এই মুদ্রা জারি করা হয়েছিলো।
তার মানে মুদ্রাটির বয়স হলো ১৫১৪-১৫৪৭ বছরের মধ্যে!!!
মুদ্রাটির ব্যাস ২৫ মিলিমিটার। এই মুদ্রাটির একপাশে রয়েছে ''উত্থাপিত থাবা দাড়িয়ে সিংহ চিত্র এবং অপর পাশে একটি উপবিষ্ট কমলেকামিনী।''
আমি প্রথমবার যখন মুদ্রাটি হাতে পেলাম তখন ভাবলাম.... এতগুলো বছর ধরে এই মুদ্রাটি কত সুখ দুঃখের জীবন গল্পের সাথে জড়িয়ে আছে। এতগুলো বছরে কত কত মানুষের হাত বদল হয়েছে!!
Nepal, Manadeva (Manangka) ca.464-505AD

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




