আমি অনেকদিন থেকেই ভাবছিলাম হুমায়ূন স্যারের সাথে জীবনে অন্তত একবার দেখা হওয়া দরকার। যার লেখারা সব আমার জীবনের এতগুলো বছরের পথ চলার সাথে সাথী হয়ে চলেছে, যে মানুষটার লেখা পড়তে এত বেশি অপেক্ষায় থাকি.... তার সাথে, সেই মানুষটার সাথে একবার অন্তত দেখা হওয়া দরকার। নিজের মনের একান্ত তাগিদেই চিন্তাটা শুরু ...
আমার ডাকটেকেট সংগ্রহের শখ আছে, তাই ভাবলাম আমাদের দেশের ডাক বিভাগ অনেক বিখ্যাত ব্যক্তিকে নিয়েই ডাকটিকেট ও উদ্বোধনী খাম প্রকাশ করে থাকে...কিন্তু বেশিরভাগই তাঁরা স্বশরীরে বেঁচে থাকতে করেনা। একদিন হয়ত বাংলাদেশ ডাক বিভাগ হুমায়ূন স্যারকে নিয়ে ডাকটিকেট ও উদ্বোধনী খাম প্রকাশ করবে কিন্তু সেই খামে হুমায়ূন আহমদের স্পর্শ পড়বেনা........................................
ভাবলাম স্যারের জন্মদিনে আমি যদি একটা বিশেষ খাম তৈরি করে ফেলি আর তাতে যদি হুমায়ূন স্যার স্বহস্তে তাঁর ঠিকানা লিখে দেন তাও আবার তার জন্মদিনের মতো একটা বিশেষ দিনে..তাহলে কেমন হয়?!! এই ছেলেমানুষি ভাবনা থেকেই আনাড়ি ভাবে খামটা তৈরি করলাম। আমার মনে হলো এই খামে যদি তাঁর কলমের ছোঁয়া একবার পায় তাহলে খামটা আর সাদামাটা কিছু থাকবেনা হবে ...অন্যরকম কিছু।
দেখা করে স্যারকে এটা বললাম যে খাম কেন এনেছি ..স্যার কোন কথা না বলে খামে ঠিকানা লিখে দিলেন ....
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




