আমি আজ নিয়মের বেড়াজালে জর্জরিত,
আমার কন্ঠ আজ জোর করে স্তবিত।
আমার স্বপ্ন আজ অন্যের চোখে আনন্দিত,
আমার আবেগ আজ স্বস্তা, বিবর্জিত।
আমরা হাহাকার আজ আমার মাঝে,
আমরা কান্না আজ আমার মনে।
মাঝে মাঝে আমি হারাই আমার মাঝে,
মাঝে মাঝে আমি লুকাই মনের গহীনে।
আমার স্বপ্ন আজ দেখে অন্য কেউ,
অন্য কাউকে নিয়ে,অন্য কারও হাত ধরে।
আমি আজও আমার আমি কে খুজে বেড়াই আমার আমিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



