তাহলে আমরা জেনে নেই কি থাকছে এবারের ......আয়োজনে? ইতালীয় ভাষার উচ্চারণ বৈষম্য, ইতালীয় বর্ণমালার সঠিক উচ্চারণ। ইংরেজী ভাষায় বর্ণমালা মোট ২৬ টি, আর ইতালীয়ান ভাষায় মাত্র ২১টি অক্ষর। এবার আমরা জেনে নেই কোন পাঁচটি অক্ষর সাধারণত ব্যাবহৃত হয়না J,K,W,X,Y এই অক্ষর গুলো ইতালীয় বর্ণমালায় অন্তর্ভূক্ত না হলেও বিদেশী শব্দের উচ্চারনের প্রয়োজনে ব্যবহৃত হয়ে থাকে।
আপনাদের যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পরবর্তী পর্বে থাকবে আরো নতুন শব্দভান্ডার। নিচে একটি ছক দেয়া হল। সেটি দেখে আপনারা সঠিক ইতালিয়ান বর্ণমালা উচ্চারণ করা শিখতে পারবেন এবং কীভাবে সঠিক ভাবে উচ্চারণ করবেন তা নিয়ে আমাদের সাইটে একটি ভিডিও টিয়োটোরিয়াল রয়েছে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন । আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




