{এর পাশ দিয়ে বস্তা ফেলে রাস্তা তৈরী করা হয়েছে}
গত কাল মঞ্জুরুল ইসলাম মান্নার ধারাবাহিক রিপটের প্রথম পর্ব ছিল, যারা দেখেন নাই তারা আজ দেখতে ভুল করবেন না। গত কাল একুশে টিভি 'র "একুশের কথা " অনুস্ঠানে এসে ছিলেন মান্না ভাই এবং বঙ্গ-বীর কাদের সিদ্দিকি । তারা আমাদের বর্তমান যে দুটি সম্যসা নিয়ে কথা বলছেন তা শুনে আমি হতোবাক !! টিপাই মুখ বাধ অন্যটি তিতাস নদীর বুকের উপর দিয়ে চলে ৩৬ চাকার গাড়ী ।
আমারা আমাদের পর্বতী প্রজম্মকে হয়তো আর বলতে পারবো না ......" হায়রে আমার সোনা ফলা দেশ সোনা ফলা মাটি তোর রুপ দেখে আমার পরান জুড়ায় না।" কিংবা "এই পস্মা এই মেঘনা " এরকম সব গান শুধু মাত্র গান হয়ে আমাদের সৃতিতে রয়ে যাবে। তাই যত দুরোত্ব সম্বব আমাদের নদী কে বাচাঁতে হবে। আমাদের সবার অনুরোধ নদী বাচান তা না হলে আমাদের কৃষক বাচবে না।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



