রক্তাক্ত হৃদয়ের রক্তক্ষরণ আমার আজো থামেনি,
আজো থামেনি আমার তাহার বিহনে পথ চাওয়ার।।
আমি প্রতিক্ষায় থাকি আজ অবধি অনুচারিত হয়ে ক্ষণে ক্ষণে, অদৃশ্যছায়ার প্রতিধ্বনি আমার হৃদয়টাকে ভেঙ্গেদেয়।
আমি বহুবার নদীকে সাথে নিয়ে ধেয়ে চলেছি বহুক্রোশ,
উড়িয়ে পাহাড় গুলোকে।
আমাকে একাধারে আগলে রেখেছে অসিম ওই আকাশ।
কতো র্দুবার ঘাড়ভেঙ্গে আমি ছুটেছি এলামেলো।
অদ্যবধি তার প্রতিক্ষায় থেকে গজিয়েছি শিকড়,
আর আজ অবসন্ন দেহ নামের ষ্ট্যালিয়নটা আমার বেজার।
অপেক্ষায় থাকতে থাকতে আজ আমি ক্লান্ত, প্রতিক্ষার আকাশে কালো মেঘ, অন্ধকারে ছেয়েগেছে আমার আলোময় ভুবন।
[email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




