ক্রপ সার্কেলেগুলো খুব বড় আকারে ফসলী মাঠের বিশাল জায়গা জুড়ে নিখুঁত কিন্তু জটিল জ্যামিতিক চিত্র রূপে প্রকাশিত হয়।
কে আঁকে , কিভাবে আঁকে তা আজও অজানা। খুব উঁচু থেকে দেখলে ডিজাইন গুলোর পূর্ণতা বোঝা যায়।
কোন এক অদৃশ্য শক্তি দ্বারা ডিজাইনগুলো ধীরে ধীরে রাতের অন্ধকারে সৃষ্টি হয়। তাই একে রহস্যময় বলে গণ্য করা হয়।
ক্রপ সার্কেলের দুটি ছবি দেয়া হলো।
১৫০ ফুট দীর্ঘ ড্রাগন ফ্লাই এবং ৬০০ ফুট দীর্ঘ জেলি ফিশ। প্যাটার্ন দুটো তৈরী হয়েছে দক্ষিণ ইংল্যান্ডের গ্রামের শস্যক্ষেত্র। স্থান যথাক্রমে উইল্টশায়ার, অক্সফোর্ডশায়ার। খবরের প্রকাশকাল ৪ ঠা জুন ও ২রা জুন ২০০৯, সূত্র বিবিসি, দি ডাইলি টেলিগ্রাফ, প্রমুখ।
'২০০২ সালে ইংল্যান্ডের এক শস্যবৃত্তে এক এলিয়েনের (বহির্জাগতিক বুদ্ধিমান প্রাণী) মুখচ্ছবি এবং তার হাতে ধরে রাখা একটি গোলক দেখা গিয়েছিল।'
গোলকের বাইনারি কোড বিশ্লেষন করে যে বার্তা বিজ্ঞানীরা পেয়েছিলেন তা নিম্নরূপ
Beware of the bearers of
FALSE gifts and their
BROKEN PROMISES.
Much PAIN but still Time.
There is GOOD out there.
We Oppose DECEPTION
conduit CLOSING
(BELL SOUND)
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




