একদিন তিনটি জমজ কুকুর রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একটি চালাক, একটি বোকা এবং একটি মধ্যম।
বোকা বলল, অনেকদিন হল ভাল খাবার খাই না।
চলাক তখন একটি বাড়িতে অনুষ্ঠান হতে দেখতে পেয়ে বলল, ওইযে বাড়িতে মনে হয় বিয়ে হচ্ছে, তুই গিয়ে দেখে আয় কি রান্না হচ্ছে।
তার কথা মত বোকা কুকুরটি সেই বাড়িতে ঢুকে পড়ল। রান্না ঘরে যেতেই বাবুর্চি তাকে দেখে ফেলে এবং আচ্ছা এক বেতের ঘা লাগিয়ে দিল। সে কোনমতে জান বাচিয়ে বাইরে এসে বলল ‘গেলেই দেয়!’।
একথা শুনে চালাকের সন্দেহ হয় এবং সে মধ্যম বুদ্ধির কুকুরকে পাঠায়। তাকে বাবুর্চি দেখে হাতের কাছের এক বাটি গরম পানি ছুড়ে মারে, সেও কোনমতে প্রান বাচিয়ে পালিয়ে এসে অন্যদেরকে বলে, ‘আমাকে তো গরম গরম দিলো!’।
তখন চালাকের সন্দেহ দূর হয় এবং সে ভিতরে যায়। এবার তাকে দেখে বাবুর্চির মাথা গরম হয়ে যায়। একই কুকুর দুইবার মার খাবার পরেও আবার আসলো! সে এবার কুকুরটিকে ধরে, দড়ি দিয়ে বেধে ইচ্ছামত তাকে ধোলাই দিয়ে ছেড়ে দেয়। সে যখন বাইরে আসলো, তখন অন্য দুই কুকুর তার দিকে তাকিয়ে থাকে। চালাক কিছুক্ষন চিন্তা করে বলল ‘আমাকে তো ছাড়তেই চায় নাই’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




