একদিন এক সাইক্রিয়াটিস্ট তার চেম্বারে গেল এবং দেখলো ওয়েটিং রুমে মাত্র দুই জন রুগী আছে। একজন মেঝেতে বসে একটি কাঠের টুকরো নিয়ে ঠুকাঠুকি করছে। অন্যজন ডেস্ক থেকে টেবিল ল্যাম্প সরিয়ে নিজে সেখানে ব্যাঙ-এর মত বসে আছে।
ডাক্তার মেঝেতে বসে থাকা লোকটিকে জিজ্ঞাস করল ‘আপনি কি করছেন?’
রুগী বলল, ‘দেখতাছেন না, আমি এই কাঠটা বুনতাছি, তারপর কয়েকদিন পরে দেখবেন গাছ হইব’।
ডাক্তার আবার জিজ্ঞাস করল, ‘ওই লোকটা কে? এবং কি করছে’?
রুগীর উত্তর, ‘অয় আমার বন্ধু, একটু পাগল টাইপের, নিজেরে বাতি মনে করে... দেখেন না! আপনের বাতিটা সরায়া নিজে কেমনে বয়া আছে!’।
ডাক্তার বলল, ‘সে যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনি তাকে সেখান থেকে সরিয়ে আনছেন না কেন? সে যদি পড়ে যায়, বা কারেন্ট লাগে, তাহলে কি হবে?’
রুগী তখন রাগী ভাবে বলল, ‘ওরে যদি সরাই, তাইলে আমি আন্ধারে কাম করমু কেমনে?’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




