আমি সাধারণত ভিস্তা ইউজ করি, কিন্তু ভিস্তায় আমার ল্যাপটপের ব্যাটারি কম থাকে, আর ইদানিং কারেন্ট অনেক সমস্যা করে। বার বার লোডশেডিং হচ্ছে। তাই আমি এক্সপিতে যেতে চাচ্ছি। প্রায় ৫০% বেশি ব্যাটারির জন্য।
যাই হোক, এখন আমি দেখলাম এক্সপিতে বাংলা লেখা খুব ছোট দেখায়। থান্দারবার্ডে বাংলায় যেসব মেইল আছে, বা ব্রাউজারে জেসব সাইটে বাংলা লেখা থাকে (সামওয়্যার... বাদে) সব খুব ছোট দেখায়, অন্যদিকে ভিস্তায় লেখা খুব স্পষ্ট ও বড় দেখায়। এমন কনো সেটিং কি আছে যাতে আমি টোটাল বাংলা লেখা বড় করতে পারি?
প্লিজ, ইন্ডিভিজুয়ালি (কনো নির্দিষ্ট ক্ষেত্রের জন্য) কনো সমাধান দিয়েন না। যেমন ব্রাউজারে কন্টেন্টে টেক্সট ফন্ট বড় করে বা মেইলে জম করে ইত্যাদি... আমি টোটাল উইন্ডোজের সেটিং চাচ্ছি।
আমার জানা মতে, এখানে অনেক পন্ডিত আছেন যারা হয়ত এর সমাধান জানেন। প্লিজ আমাকে সাহায্য করুন। কৃতজ্ঞ হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




