ইদানিং মুভি কম দেখা হয়। আমার ডেক্সটপের মনিটর নাই যেটা ছিল আমার এক বন্ধু নিয়ে গেছে। আমিও বাধা দেইনাই,কারন এটা নাগেলে আমার বড় এলসিডি মনিটর কোন দিনই কেনা হবে না।
ল্যাপটপটা আমার ছোট ভাইয়ের জন্য কিনেছিলাম।পাঠাতে পারিনি তাই নিজেই কিছু দিন ব্যবহার করছি। ল্যপটপের ছোট পর্দায় মুভি ভাল লাগেনা। ২৩ ইন্চি এলসিডি মনিটরের ব্যপারে কোন পরামর্স থাকলে দিয়ে যাবেন।
এবার মুভির প্রসঙ্গে আসি। মুভিটি শুরু হয় ১৯৯৯ সালে একটা খুনের মাধ্যমে। তার পর চলে আশে বর্তমানে মানে ২০১১ সালে। বার বছর আগের সেই খুনিই (Neal McDonough) আবার খুন করার সময় দেখে ফেলে লেউইস হিকস (Cuba Gooding Jr.)।
খুনিকে ধরার জন্য ধাওয়া করলে খুনি কে নাপেলেও পেয়ে যায় খুনির ফেলে যাওয়া ডাইরি এবং হাতের ছাপ। ডাইরিতে খুনি যত খুন করেছে এবং করবে তার খুটিনাটি বর্ননা থাকে। খুনি আবার ডাইরি ফেরৎ নিলেও আবার ফেলে যায় কিছু রক্ত। রক্ত আর হাতের ছাপ পরিক্ষা করে জেমস (Austin Abrams) নামে ১২ বছরের এক বালকের তথ্য বেরিয়ে আসে। অথচ খুনিটির বয়স প্রায় ৪০ বছর। পুলিশ ভাবে ১২ বছরের একটা বালক কিছুতেই এত ভয়ংকর ভাবে খুন করতে পারে না। তাহলে খুনিটা কে?
এই কথাটা জানার জন্য আমি মুভিটা শেষ করেছি এক বসায়।
মুভিটাতে রহস্যই আটকে রাখবে প্রথম থেকে শেষ পর্যন্ত।
মুভিতে যারা রহস্য পছন্দ করেন তারা দেখতে পারেন এই মুভিটা।
এ্যাকশন,সাইফাই,থ্রিলার ক্যাটাগরির এই মুভি টিতে আইএমডিবি রেটিং আছে ৫.২/১০। আমার হিসাবে আরো বেশি হবার দরকার ছিল।
ডাউনলোড লিঙ্ক
মেগাআপলোড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




