
দুঃখ একটাই চারিদিকে সবাই Genius হয়ে গেলো আর আমি Genius এর ঠিক উল্টোটা অর্থাৎ Stupid ই রয়ে গেলাম!

আসলে জ্ঞান বা বিদ্যার শুরু আছে বলে জানি কিন্তু শেষ প্রান্ত কোথায় আমার তা জানা নেই। কেউ Genius কিনা এটা যদি পপুলার বা ল্যাব এইডে পরীক্ষা করা যেতো তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে Genius এর সংখ্যা হতো কমপক্ষে ১০/১২ কোটি। বুঝেনইতো বাংলাদেশ বলে কথা! যেই দেশের মানুষ পিএইচডি ডিগ্রী খরিদ করে, সেই দেশের মানুষের জন্য Genius রিপোর্ট হাসিল করাতো কোন ব্যাপারই না।
আমার কেন জানি বার বার এই কবিতাটা মনে পড়ছে-
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে”
আসলে সত্যি কথা বলতে কি যদি কারো ভিতরে Genius থেকে থাকে সেটা এমনিতেই প্রকাশ পায়। যাকে বলে ছাঁই চাপা আগুন। মানুষের মেধা একদিন না একদিন প্রকাশ পাবেই।
আসুন আমরা সবাই নিজেকে Genius দাবী না করে সত্যিকারের Genius হওয়ার তালিম নেই। Genius এর Definition গুলো নিজের মধ্যে লালন করি। ঢোল পিটানো Genius নয়, নিজেকে প্রকৃত Genius রূপে গড়ে তুলি।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




