১৯৬৭ সালে সাম্রাজ্যবাদী শক্তি তোমাকে হত্যা করেছে, কিন্তু তারা তোমার আদর্শকে হত্যা করতে পারে নাই। বছরের পর বছর তোমার আদর্শ ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে। তোমার সৈনিকেরা আমরণ যুদ্ধ করে যাচ্ছে নিপীড়িত, অত্যাচারিত মানুষের পক্ষে। আজ ইজরায়েল যখন ফিলিস্তিনের গাজা ভূ-খন্ডে গণহত্যায় মত্ত, আজ যখন সারা পৃথিবী নিশ্চুপ, তখন শুধু তোমার অনুসারী রাষ্ট্রনায়করা সোচ্চার কণ্ঠে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। ভেনিজুয়েলার পর বলিভিয়া তাদের দেশ থেকে ইজরায়েল এর রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। এসে দেখো চে, ল্যাটিন আমেরিকায় আজ তোমার আদর্শের জোয়ার এসেছে। পুঁজিবাদী শক্তির কাছে মৃত চে, জীবিত চে’র চেয়ে আরো বেশি দুশ্চিন্তার কারণ হচ্ছে। তুমি আর তোমার বিপ্লব, আমাদের হৃদয়ে আমৃত্যু বেঁচে থাকবে।
ইতি-
তোমার বিপ্লবের এক ছাত্র
পরিশিষ্টঃ ভেবেছিলাম পরীক্ষার জন্য এই কয়েকটা দিন ব্লগে লিখব না। কিন্তু বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রতি কৃতজ্ঞতা জানাতে না লিখে পারিনি।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



