দাদার অনেক কর্মকান্ডই আমার খুব প্রিয়। সে দারুন creative মানুষ। সে খুব ভালো একজন Structural Engineer, আবার মাঝে মাঝে এমন সব তা্ক লাগানো Architectural Design দাঁড় করায়, অবাক হয়ে ভাবি সে Civil
Engineer নাকি Architect ?(!)?
দাদার যে জিনিসটা এখন সবথেকে বেশি অভিভূত করছে তা হল- তার কবিতা। কয়েকদিন আগে যেটা পড়লাম সেটাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। পড়ে দেখুন, আশা করি ভালো লাগবে।
অভিমানি আঁখি
অমন করে চেয়ে থেকো না আর
লজ্জা রাঙা ওই স্নিগ্ধ চোখে গভীর জলাধার,
ডুবছি আমি, ভাসছি আমি, ঠাই পাচ্ছিনা আর।
দোহাই তোমার অমন করে চেয়ে থেকো না আর।
আচ্ছা তুমি বল আমায় দেখছ অমন কী?
গভীর তোমার চোখেই নাহয় স্বপ্ন খুঁজেছি।
ওই নয়নতারায় তীব্র আলো
হৃদয়ে প্রেমের মশাল জ্বালো
তোমার কি আজ সাধ হয়েছে আমায় জ্বালাবার?
দোহাই তোমার অমন করে চেয়ে থেকো না আর।
একি! হঠাৎ চোখ দুটি যে ঝাপসা ছল ছল!
আমার তরে ওই নয়ন জুড়ে বৃষ্টি নেমে এলো ?
অশ্রু তোমার চোখের কোনে,
বাঁধলে মোরে চির ঋণে,
ওই ঋণের তরে সারাটি জীবন কাঁদিব লক্ষবার।
আঁখি পল্লবে অশ্রু তোমার, সইতে পারছিনা আর।
দোহাই তোমার,অশ্রুসিক্ত নয়নে মোরে চেয়ে থেকো না আর।
(সংগৃহীত)
Curtsey-
শান্তনু বড়ুয়া
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




