(১)
শিক্ষক আর ছাত্রের মধ্যে কথা হচ্ছে।
শিক্ষকঃ আচ্ছা বলত, "অতি চালাকের গলায় দড়ি" এইটা কিভাবে প্রমানিত হয়?
ছাত্রঃ এ কথা এভাবেই প্রমানিত হয় যে, আমাদের দেশে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি হল সবচেয়ে চালাক।
(২)
এক চোর গেল গৃহস্থ বাড়িতে চুরি করতে। চুরি করার প্রায় শেষ সময়ে এস চোর ব্যাটা ধরা পড়ল। চোর বাবাজীকে হাতেনাতে ধরার পর গৃহস্থ বলছে-
গৃহস্থঃ ধরছি, শালারে !!! উল্লাসে চিৎকার করে সে বলতে লাগল, "চোরের দশদিন আর গৃহস্থের একদিন"।
তা শুনে চোর বেচারা কাঁদতে কাঁদতে বলতে লাগল-
চোরঃ বিশ্বাস করেন গৃহস্থ ভাই, আমার এখনও দশদিন হয় নাই। আজ মাত্র ৩য় দিন।
উপরের কৌতুকদ্বয়ের প্রেক্ষাপটের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বড়বেশি মিল খুজে পাচ্ছি। বিএনপি'র অবস্থা আর ১ম কৌতুক একই। ২য় টার সাথে আওয়ামী লীগের সাদৃশ্য লক্ষণীয়। আপনারা কি বলেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




