নষ্ট নারীর পদ্য মনে আবার কেন আসে
বিষময় ধ্বংশ কেন আমার মনে ভাসে ?
তৃঞ্চা সব হারিয়ে গেছে ভাবনার ঘোরে কই?
বাহনার ছলে যতই আস কাব্যে আমি নই ।
দ্রোহের মাঝে আছি আমি স্বপ্ন ছবি আকি
প্রেমের মাজে নই আমি কষ্টকে কাছে ডাকি
কান্ন্ ভেজা কন্ঠ তোমার আকুল আহবান
বিভাগী মন পাথর কঠিন ধ্বংশ অর্নিবান
আমার মাঝে আছি আমি সৃস্টি সব তারা
তোমার মাঝে তুমিই থেকো দিয়োনা মোরে নারা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



