
বাসায় একা থাকি। নিজে রান্না করে খাই। নিজে বাজার করি। মাছ খাচ্ছিনা রোজা আসার পর থেকে। শুধু সবজির খিচুরী খাচ্ছি। মাজে মাজে বাজার থেকে ইফতারি আনি। বাজারে সব মিলিয়ে ৩০০ টাকা মিনিমাম যায়। মোট ৪০০ টাকা। মাসে কমপক্ষে বাজারে আর যাতায়াতে ৪৮০০ টাকা যাচ্ছে।
গ্যাস সিলিন্ডার এখন মনে হয় ২০০০ টাকা। একা থাকি। কারেন্ট এর প্রিপেইড মিটার। কারেন্ট এর মিটারে ৫০০ টাকা হলে কোনমতে মাস চলে। ওয়াই-ফাই বিল দিলাম আজ ৫০০। ময়লার বিল ২০০। এখানে ৩২০০।
হুইল পাউডার, হারপিক, ডিস ওয়াস সাবান, শরীলের সাবান। এখানে ধরেন ৫০০। মোট ৮০০০ টাকা লাগে। বাসা ভাড়া বাদে।
সারা পৃথিবীকে ডলার এর পরিবর্তে যদি স্বর্ণের কয়েন চলতো..... তাহলে মনে হয় বাংলার এই বাজারে সব কিছুর উর্ধ্বগতি হতো না। এখন সময় এসেছে ডলার কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অন্য কারেন্সি তে আপাদত কাজ চালানোর। আমার মুখের কথাতে তো দেশ চলে না। আমি শুধু চিন্তা করতে পারি।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




