
শুরু হয়ে গেছে AI এর উস্থান। ২০২২ সালের নভেম্বর এর ৩০ তারিখ ChatGPT এর আত্ন প্রকাশ ঘটে। OpenAI, Microsoft Corporation এর যৌথ উদ্যোগে চ্যাট জিপিটি লঞ্চ করা হয়েছে। আমি সেদিন গেইম খেলতে খেলতে একটি বিজ্ঞাপন আমার মোবাইলে আসে। বিজ্ঞাপনটি ছিলো স্যামসাং মোবাইল এর। তারা AI ক্ষমতা সম্পন্ন মোবাইল আবিষ্কার করেছে। অতি দ্রুত হয়তো বাংলাদেশের মার্কেটে বাজারজাত করবে।


শুধু মোবাইল ই না, ল্যাপটপেও AI সংযোজন করা হয়েছে। আগামী ১০ বছর পরে হয়তো মাইক্রোসফট AI ছাড়া ল্যাপটপই উৎপাদন করিবে না। ঐদিন বেশী দূরে না যেখানে মাইক্রোসফট অফিস আপনার জন্য সিভি বানাবে, আপনার জন্য দরখাস্ত লিখবে বা অন্যান কাজ করিবে।
আমি বেশ কিছু দিন আগে চ্যাট জিপিটির মাইক্রোসফট এক্সেল এর দক্ষতা যাচাই করেছিলাম। মনে করেন আমি চ্যাট জিপিটি কে প্রশ্ন করলাম B2 থেকে G2 এর যোগফল নির্ণয় করো। এদের রিজাল্ট সীট এর গ্রেট, জিপিএ, সিজিপিএ এর ফর্মোলা নির্ভুল ভাবে উত্তর দিয়েছে। আগামী ১০ বছরের মধ্যে হয়তো মাইক্রোসফট এক্সেল এগুলো অটোমেটিক কাজ করবে। পাওয়ার পয়েন্ট ও তাই। আপনি তাদের ডাটা দিবেন। আর কিছু নির্দেশনা দিবেন। ব্যাস, তারা অটোমেটিক প্রেজেন্টেশন তৈরি করে দিবে।




সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৪৭