মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ২ মহররম ১৪৪৬ হিজরি।
ছবিট গতকাল তুলেছি। ট্রেন থেকে তুলেছি। গুগল ম্যাপের লিংক: গুগল ম্যাপ
ট্রেনের জানালা দিয়ে তোলা এই ছবিটি যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। চিত্রটি একটি শান্ত নদীর দৃশ্যপটকে তুলে ধরেছে, যেখানে জলের মধ্যে তীরের গাছগাছালি ও বিদ্যুতের টাওয়ার দৃশ্যমান। মেঘলা আকাশ, নির্মল বাতাস, আর জলের সাথে মিশে থাকা সবুজ বৃক্ষরাজি সবকিছুকে এক অনবদ্য সুন্দর দৃশ্য তৈরি করেছে।
এ যেন এক চিরন্তন বাংলা গ্রামের রূপ। মেঘলা আকাশের নিচে বিশাল জলরাশি কেমন নিস্তব্ধতার সুরে ভাসছে। বিদ্যুতের টাওয়ারগুলো যেন প্রকৃতির মাঝে মানুষের উন্নতির স্বাক্ষর বহন করছে। কিছু দূরে দেখা যাচ্ছে সবুজাভ তীরভূমি, যেখানে গ্রাম্য প্রকৃতির স্বাভাবিক দৃশ্য ফুটে উঠেছে।
নদীর জলে ভেসে বেড়ানো কচুরিপানাগুলো এ দৃশ্যকে আরও জীবন্ত করে তুলেছে। গাছগুলো যেন নদীর পানিতে নিজেদের ছায়া ফেলেছে, যা জলে ঢেউ তোলার সাথে সাথে মিশে যাচ্ছে। এমন প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হয় যেন সময় থেমে গেছে, আর সেই সাথে হৃদয়ের সব ক্লান্তি দূর হয়ে এক অদ্ভুত প্রশান্তি এসে ভর করেছে।
রেলগাড়ির গতিতে যখন এই দৃশ্যপট দ্রুত পেছনে চলে যাচ্ছে, তখন মন যেন সেখানে আটকে থাকে। প্রকৃতির এই সৌন্দর্যকে দেখতে দেখতে জীবনের ছোটখাটো সব উদ্বেগগুলো ভুলে যাওয়ার মতো। এ দৃশ্য শুধু চোখকে নয়, মনের গভীরেও প্রশান্তি এনে দেয়।
সত্যিই, এই ছবির প্রতিটি ফ্রেমে লুকিয়ে আছে গ্রামবাংলার সেই চিরচেনা রূপ, যা আমাদের প্রকৃতির প্রতি আরও ভালোবাসা জন্ম দেয়। এটি যেন আমাদের স্মরণ করিয়ে দেয়, ব্যস্ত জীবনের মাঝেও একটু সময় করে প্রকৃতির সান্নিধ্যে আসা কতটা গুরুত্বপূর্ণ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১০:০২