যতো দিন যাইতেছে আমাদের মন মানসিকতা সঙ্কীর্ণ হইতেছে।
ধৈর্য শক্তি কমতেছে, পরমতসহিষ্ণুতা চলে গেছে।
মানুষ স্বার্থপর হয়ে যাইতেছে।
যার ফলাফল পত্রিকা বা টিভি খুললেই দেখা যায়।
পুত্র পিতাকে,ভাই ভাই কে, স্বামী স্ত্রী কে, মামা ভাগ্নে কে অবলীলায় খুন করতেছে।পারিবারিক গন্ডীর মধ্যে ঘটে যাওয়া এইসব অপরাধ দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীও এইসব ঘটনার পূর্বাভাস পায় না।
সমাজ বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




