জানার আছে অনেক কিছু এর ১ম পর্ব নিচের লিংক এ
জানার আছে অনেক কিছুই
১/ কুমির নিজের জিহ্বা বের করতে পারে না।
২/ জিরাফ নিজের জিহ্বা দিয়ে কান পরিষ্কার করে।
৩/ একটা স্বর্ণের বার পুরো একটা টেনিস কো ঢেকে ফেলতে পারে।
৪/ গোল্ড ফিসকে দীর্ঘ দিন অন্ধকারে রাখলে,এটা ধীরে ধীরে সাদা রং এর হয়ে যায়।
৫/ উট পাখির ডিম সিদ্ধ করতে দুই ঘণ্টা সময় লাগে।
৬/ হিপ্পো-পটমাসের দুধ গোলাপি রং এর হয়।
৭/ প্রতি দশ মিনিট এ একটা হ্যারিকেন ঝর পারমানবিক অস্ত্রের সমান শক্তি ব্যয় করে।
৮/ গোল্ড ফিসের আয়ু বিশ বছর।কিন্তু আমি এ্যাকরিয়ামে ২০ দিনের বেশি বাঁচাতে পারি নাই।
৯/ তেলাপোকার মাথা কাঁটার পরও নয়দিন বেঁচে থাকে। (আমার সন্দেহ আছে)
১০/ টিনএইজে বারাক ওবামা ড্রাগ নিত এবং সেগুলো হলো মারিজুয়ানা ও কোকেন।
১১/ জলপাই গাছ ১৫০০ বছর বাঁচতে পারে।
১২/ মানুষ একই সময়ে চারটি বিষয় একত্রে মনে করতে পারে।
১৩/ "পারসিয়া" ১৯৩৫ সালে "ইরান" নামান্তর করে।
১৪/ সিঙ্গাপুরে চুইঙ্গাম বেচা কেনা অবৈধ।
১৫/ পুরুষের থেকে মহিলারা বেশি শুনতে পায়,আর পুরুষেরা মহিলাদের চাইতে বেশি ছোট লেখা পড়তে পারে।
১৬/ প্রজাপতির পা ছয়টি।
১৭/ ক্যাঙ্গারুর বাচ্চা জন্মের পর আকারে এক ইঞ্চি হয়।
১৮/ চিনের প্রাচীর ও কাবাঘর চাঁদের থেকেও দেখা যায়।
১৯/ "The quick brown fox jumps over a lezy dog" এই বাক্যে ইংরেজি বর্ণমালার সকল বর্ণ রয়েছে।
২০/ একটি সিগারেটের ধোয়া যখন প্রশ্বাসের মাধ্যমে নেওয়া হয় তখন এর শিখার তাপমাত্রা থাকে ৭০০ ডিগ্রী সেলসিয়াস।
২১/ হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে। তারিখটি ১ মে।
২২/ আমরা সাধারণত মেসেজ বা চ্যাটিং এর সময় ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন স্বীকৃতি হয়েছে যখন প্রথম শেকসপিয়ার তার বইতে you এর পরিবর্তে U ব্যাবহার শুরু করে।
২৩/ ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলো টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো "টাইটান"। ওই বইতে তিনি লিখেছিলো " টাইটানিক জাহাজ একটি বরফের টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।" আর তাই তো হলো।
২৪/ ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে অনুভূত হয় না। হয় মানুষের ব্রেইন থেকে।
২৫/ ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্তু সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির সাথে মিশে যাবে।
২৬/ মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না।
২৭/ ফেইসবুকে এখন কিন্তু facebook.com এর পরিবর্তে fb.com লিখলেই হয়ে যায়। এই fb.com বানানোর জন্য মার্ক জুকারবার্গের খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার।
২৮/ পৃথিবী জুড়ে প্রতি বছর ৫০০০০ বারের ও বেশী ভূমিকম্প হয়ে থাকে।
২৯/ পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮ টি দেশ ফুটবল (football) বলে থাকে। আর বাকি দেশগুলো ফুটবল খেলাকে সকার (soccer) নামেই জানে।
৩০/ সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরি করেছে যার সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি খুলবে। তাছাড়া খুলবে না।
২৪/ ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০ থেকে ৪০% মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়।
২৫/ 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5,R=18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80
২৬/ ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
২৭/ “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
২৮/ “Education” ও “Favourite”শব্দে সবগুলো vowel আছে।
২৯/ “Abstemious ও Facetious ”শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে। ☞ ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Qএর পরে u আছে।
৩০/ Rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই
৩১/ নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড় পড়তা ১২৫ টন হয়ে থাকে। যা প্রায় ১৮০০ জন মানুষের ওজনের যোগফল।
৩২/ আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
৩৩/ সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও দিব্যি শোনা যায়। শুনে মনে হয় আশে পাশের আওয়াজ!!!
৩৪/ নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার দাঁত ৮ ফিট লম্বা হয়ে থাকে।
৩৫/ আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরি হয়েছিল, তাও খ্রিস্টের জন্মের ২০০০ বছর আগে।
৩৬/ পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়, একটি কুকুর।
৩৭/ শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর চেয়ে (মানুষ ছাড়া) বেশী যন্ত্রপাতি ব্যবহার করতে পারে।
৩৮/ কিং কোবরা পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।
৩৯/ বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রী ফারেনহাইট থেকে ১০২.৫ ডিগ্রী ফারেনহাইট।
৪০/ জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে।
( বিভিন্ন সাইট হতে সংগ্রহ করা হয়েছে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


