সকালে অফিসে এসে ঘুম ঘুম চোখে কম্পিউটারটা অন করলাম। সামনে মাগ-টার দিকে চোখ যেতেই মনে হলো যাই কফি নিয়ে আসি। চেয়ারে বসে সামুতে ঢুকে ব্লগ দেখছি ঠিক করলাম কফি-টা শেষ হওয়া পর্যন্ত ডেস্কে থাকি।
হঠাৎ আউটলুক জানিয়ে দিল ১৫ মিনিটের মধ্যে মিটিং। তাই তাড়াহুড়ো করে শেষ করলাম। ছোটোখাটো গ্রুপ মিটিং হওয়ার কথা ল্যাব-এ। গিয়ে দেখি সুপারভাইজার বলছে কালকে করি মিটিং। আমি বললাম, ঠিক আছে। দেখানোর জন্য ল্যাবে একটু গুতাগুতি করে (কারণ কাজগুলো আমি আমার ডেস্ক থেকেই রিমোটলি করতে পারি।) ডেস্কে আসলাম।
এখানে প্রায় এক বছর ধরে ইন্টার্নশিপ করছি। আর ২ সপ্তাহ বাকি। প্রজেক্টের কাজ প্রায় শেষ। জিপিআইবি কন্ট্রোলার নামের একটা জিনিসকে লিনাক্সে কাজ করাতে পারলেই আমার প্রজেক্টের সাথে জোড়া দিয়ে ডেমো... কে কি প্রশংসা করবে তা ভাবতে ভাবতে স্বপ্নে হারায় গেলাম।
হুট করে ফোনটা বেজেই ঘুমটা দিল ভাঙ্গিয়ে।
এবার বলে কার্নেল প্যানিক। সেটা দেখে আমার প্যানিক শুরু হয়ে গেলো। কারণ এখানে আমার গত ৬ মাসের সব কাজ। আর আমার ম্যানেজার গতকালকে বলেছে কালকের মধ্যে ডেমো করতে। নাইলে খবর আছে।
কোনো ভাবেই ঢুকতে না পেরে অন্য একটা লিনাক্স-এর লাইভ সিডি দিয়ে মেশিনে ঢুকলাম। এবার কাজ হলো আমার কাজের কপি করে কোথাও সরিয়ে আনা। কিন্তু.... ঐ ফোল্ডার গুলাই দেখা যাচ্ছেনা। কি সমস্যা!
আমি ভাবতেছি কেউ খেয়ে ফেলল নাকি। নাকি ফাইল সিস্টেম করাপ্ট হলো? করাপ্ট হলে কিছু আছে কিছু নাই! যাই হোক, সাত পাঁচ ভাবতে ভাবতে ভাবলাম ইতিহাস কি বলে দেখা যাক! রুট-এর হিস্টোরি ফাইল খুলতেই, নিচে দেখি লেখা (লিনাক্স গুরুদের আর কিছু বলতে হবেনা :=/) :
rm -rf *
cd /var
rm -rf *
cd /etc
rm -rf *
cd /usr
ls
rm -rf lib/
দুবার চোখ ঘষলাম। এটা কি!
তখুনি মনে পড়ল, আমি সাবভার্সনে ফাইলগুলা ব্যাকআপ রেখেছি।
কি আর করা! ১ মাসের কাজ এখন ১ সপ্তাহে করতে হবে।
যাই হোক! এই হলো আমার আজকের গল্প। ২-টা কারণে গল্পটা বলা:
১। সবসময়ে সব কাজের ব্যাকআপ রাখবেন। পারলে কয়েকটা ব্যাকআপ কয়েক জায়গায় রাখবেন (একটা সিলেট ত আরেকটা রংপুর আর কি... ) এমনকি লেখা লেখি করলেও! অনেক সময়ে দেখি সামুর অনেক ব্লগার সেইভ করার আগে কারেন্ট চলে গিয়ে অথবা ভুল করে ব্রাউজার বন্ধ করে কান্না কাটি শুরু করে।
২। আমার জন্য দোয়া রাখবেন। শেষ পর্যন্ত যাতে মান সম্মান থাকে। শুরু থেকে এখানে একটা স্টার মার্কা সম্মান পেয়ে আসছি। যাওয়ার সময়ে কিছু রেখে যেতে না পারলে দু:খের সীমা থাকবেনা। প্রায় ডিজেস্টার-এর মুখোমুখি।
আপডেট: মুছে যাওয়া ফাইল রিকভারি করার কিছু পথ পেয়েছি। কালকে ট্রাই করব। সফল হলে একটা পোস্ট দিবনে। আশা করি অনেকের কাজে লাগবে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




