মসজিদ ও বাড়ি পুড়িয়ে দেয়ার তথ্য জানিয়ে ইয়ামেথিন শহরের একজন স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পুড়ে যাওয়া বেশির ভাগ বাড়িই মুসলমাদের।
এদিকে, মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দাঙ্গাকবলিত মেইকটিলা শহর থেকে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মিয়ানমারের মুসলিমবিরোধী দাঙ্গাকবলিত মেইকটিলা শহরে জরুরি অবস্থা জারি করা হয়। রাজধানী নেপিডো থেকে ১৩০ কিলোমিটার উত্তরের ওই শহরে কয়েক দিনের দাঙ্গায় এ পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া, সেখানে দুটি মসজিদ, দুটি মাদ্রাসা এবং মুসলমানদের কয়েক শ ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস করা হয়েছে।
উগ্র বৌদ্ধদের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের প্রধান ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান হেমারাতুল ইসলাম মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ওয়াজিদসহ চারজন শীর্ষস্থানীয় আলেম নিহত হয়েছেন। এ ছাড়া, মাদ্রাসার ২৮ জন ছাত্রও নিহত হয়েছে।
সূত্র: রেডিও তেহরান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



